আমাদের কথা খুঁজে নিন

   

এনিম রিভিউ - kuroko no basuke - season 2



“The battle begins this winter, The winter cup !!!”

# কুরোকো নো বাস্কেট কি জিনিস?
-ইহা একটি সুপার পাওয়ার এনিম। মুলত কিছু বেশ আকর্ষণীয় চেহারার এবং সুঠাম দেহের অধিকারী পুরুষ চরিত্রদের মধ্যে সবচেয়ে কম আকর্ষণীয় চরিত্রের নামে এনিমটির নামকরণ। নারূতোতে যেমন পাওয়ারের উৎস “chakra”, ব্লিচে “reiatsu”, ওয়ান পিসে “haki”, এখানে পাওয়ারের উৎস “বাস্কেটবল। “

# জোন কি?
-মানব সম্প্রদায়ের এমন এক অবস্থা যখন আপনি আসলে সুপারম্যান এর সাথে বসে মনির মামার দোকানে চা খেতে পারবেন।

# কেউ “জোন” এ আছে কি না বুঝব কি করে?
-সিম্পল।

জোনে থাকা লোকজনের চোখ দিয়ে আলো বের হয়; লেজার ধরণের আলো। আলোর কালার এবং আলো কতদুর বিস্তৃত – এই ধরণের কিছু তথ্য দিয়ে আপনি জোনে থাকা অতিমানবদের পাওয়ারের একটা তুলনাও করতে পারবেন খুব সহজেই।


দেখতে দেখতে শেষ হয়ে গেল এই সিজনের arguably most enjoyable show, super sayian basketball – kuroko no basuke. গোটা সিরিজের অবাস্তবতা নিয়ে যত ঠাট্টাই করি না কেন, এই সিরিজটা তার গোটা পঞ্চাশ পর্বেই আমাকে যেরকম মন্ত্রমুগ্ধ করে স্ক্রিনের সাথে সেঁটে রেখেছিল; আর কোন স্পোর্টস সিরিজ এতটা পেরেছে কি না সন্দেহ।


স্টোরি লাইনঃ
সেইরিন বাস্কেটবল টিমের প্লেয়ার কুরোকো তেতসুয়া। “generation of miracles” এর ষষ্ঠ মেম্বার সে।

তারই টিমমেট কাগামি। দুইজন মিলে একে একে চ্যালেঞ্জ করতে থাকে বিভিন্ন prestigious স্কুলে যোগ দেওয়া জেনারেশন অফ মিরাকলের অন্য মেম্বারদেরকে; তাদের খেলার স্টাইলকে; প্রমাণ করতে থাকে – বাস্কেটবল আসলে সিঙ্গেল প্লেয়ারের খেলা না; বরং টিম গেইম; এঞ্জয় করার বস্তু; প্রত্যেকের নিজের মত করে ভালবাসবার জিনিস। ব্যাক্তিগত এবং দলীয় – দুই জায়গাতেই নিজেদের উৎকর্ষতা বৃদ্ধি করে তারা এগিয়ে চলে সফলতার দিকে।

এই সিরিজের দুটো সিজনই সবচেয়ে বেশি সমালোচনার মুখোমুখি হয় যে কারণে সেটি হচ্ছে – বাস্তবতার সাথে মিল রেখে শুরু করার চেষ্টা করে এবং সেই ধরণের একটা environment বজায় রেখে একেবারেই “out of the world” সুপার পাওয়ার ধরণের বাস্কেটবল খেলা দেখিয়ে। তারা ইনাজুমা ১১ এর মতন একেবারে পুরোপুরি অবাস্তব কিংবা স্ল্যাম ডাঙ্কের মতন একেবারে বাস্তবের কাছাকাছি – কোন সিস্টেমই ফলো না করে একসাথে দুটো নৌকায়ই পা দিতে গিয়েছে – যেটি মুলত এই সিরিজের সবচেয়ে বড় এবং মোটামুটিভাবে একক সমালোচনার ক্ষেত্র।

তবে এক্ষেত্রে পালটা যুক্তিও খুব সহজেই দেওয়া যায়। একটা সিরিজের মুল উদ্দেশ্য এঞ্জয়মেন্ট – খেলা শেখানো বা রিএলিস্টিক খেলার আবহ ফুটিয়ে তোলা নয়। কিছুটা ড্রামাটিকনেস; অবাস্তবতা থাকবেই। কিন্তু কতটুকু ?– সেটাই এখন মুল প্রশ্ন। kuroko no basuke হয়ত সেই সীমারেখাকেও বেশ স্পর্ধার সাথেই ছাড়িয়ে গেছে; কিন্তু উপভোগ্যতার পাল্লায় মেপে দেখলে সেটা খুব সহজেই overlook করাই যায়।

I mean; এমন কয়টা সিরিজ আছে যেগুলোর স্পেশাল কিছু এপিসোড দেখার জন্য আপনি মোবাইল অফ করে দিয়ে দেখতে বসবেন যাতে মাঝে কেউ বিরক্ত করে মজায় ভাটা না ফেলে দেয়? আমি ব্যাক্তিগতভাবে অন্তত খুব কমই দেখেছি। সেই কারণেই কুরোকো ন বাসুকে আমার কাছে পুরো নম্বরই পাবে।





ক্যারেক্টার ডেভেলপমেন্টঃ
২৪-২৫ পর্বের স্পোর্টস এনিমে ক্যারেক্টার ডেভেলপমেন্টের সুযোগ খুব কমই পাওয়া যায়। কিন্তু তারপরেও KnB বেশ সফলতার সাথেই মুল দুটো চরিত্রের বাইরেও আরো বেশ কিছু চরিত্র খুব সফলভাবেই ফুটিয়ে তুলতে পেরেছে। আওমিনে কিংবা মুরাসাকিবারার চরিত্র, বাস্কেটবলের প্রতি তাদের আকর্ষণ, আতসুশি চরিত্র এবং কাগামির সাথে তার চারিত্রিক মিথস্ক্রিয়া – পুরো সিরিজেই একটা রিফ্রেশিং আমেজ দেয়।

তবে সিরিজে সবচেয়ে বড় রেভুলেশন খুব সম্ভবত কিয়োশি তেপ্পেই। খুবই সাধারণ কিন্তু আবার একই সাথে অসাধারণ এই চরিত্র তার দৃঢ়তা, হার না মানা সঙ্কল্প, গোটা টিমের দায়িত্ব নিজের কাধে নেওয়ার প্রবণতা, easygoing attitude – সব মিলিয়ে খুবই চমৎকার একজন বাস্কেটবল প্লেয়ার এবং প্রিয় একটা চরিত্র হয়ে উঠেছে খুব সহজেই। মার্কিং – ৮/১০

আর্ট স্টাইলঃ
চমৎকার; খুব সম্ভবত যে কোন স্পোর্টস সিরিজের মধ্যে বেস্ট। ওপেনিং সং, মাঝে পেসিং, ইন্টেন্স খেলার মাঝে স্লো মোশনের ব্যাবহার, লাইট – সবকিছু খুবই চমৎকারভাবে করা হয়েছে। মার্কিং – ৯/১০

সাউন্ডঃ
ডিসেন্ট।

ওপেনিং আর এন্ডিং সং – দুইটার কোনটাই স্কিপ করার মতন না। খেলার মাঝে বিভিন্ন সময় ব্যবহার করা সাউন্ড ট্র্যাকগুলাও চমৎকার। মার্কিং – ৮/১০

এঞ্জয়মেন্টঃ
পুরোপুরি। একদম শেষ এপিসোডটা অতি আবেগ আর নাটুকেপনার জন্য খানিকটা বিরক্ত লেগেছে। সেইটা বাদ দিলে পুরো সিরিজটাই বেশি রকম উপভোগ্য ছিল।

মার্কিং – ১০/১০

ওভারঅলঃ
খানিকটা অবাস্তবতায় ক্ষতি কি? এনিমে এতো কিছু হিসাব নিকাশের দরকারই বা কি? এই সিজনে যেই কয়টা সিরিজ বাজারে আসার সাথে সাথেই যেই সাইজ পেয়েছি তাই নামায় দেখেছি – তাদের মধ্যে একটা এই kuroko no basuke. যারা খুব বেশি বাস্কেটবল খেলা দেখেন, পছন্দ করেন কিংবা নিজেরাই খেলেন – তাদের খানিকটা অস্বস্তি আর আপত্তি উপেক্ষা করলে পুরো সিরিজটা বরং “খুব পছন্দের সিরিজ” এর লিস্টেই থাকবে। ওভারঅল মার্কসঃ ৮.৫/১০

ফ্যান মেইড ট্রেইলারঃ https://www.youtube.com/watch?v=UMh317uj9Bw


 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.