আমাদের কথা খুঁজে নিন

   

কানে ধরছি দেশ রসাতলে যাক আবার যদি যুদ্ধ লাগেও আমি আর আমার বাপের মত ভুল করুম না। আমি জীবনেও যুদ্ধ করুম না

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা মুক্তিযোদ্ধার সন্তানরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় চাকরি পায় এই কথা শুনতে শুনতে কান ঝালাপালা হইয়া গেছে। আমার ভাবীর বাপ মুক্তিযোদ্ধা। সে তো মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পায় নাই। শিক্ষক নিবন্ধন এক্সামে পুরা টাঙ্গাইল জেলা থেকে প্রথম প্লেস করেই চাকরি পাইছে। তার বড় বোন হইছে সেকেন্ড।

এখন বলেন তাদের কোন প্রতিদ্বন্দ্বিতা করতে হয় না। মাগ্না চাকরি পাইচে। আমার ভাই ৭-৮ টা ভার্সিটিতে এক্সাম দিয়া টিকে নাই। কারন তার চেয়েও ভাল এক্সাম অনেকে দিছে। সে কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান।

আপনাদের মত আবালের কথা শুনলে মনে দেশ স্বাধীন করে মুক্তিযোদ্ধারা এক আজন্ম পাপ করছে যার ফল এখন তাদের জনগনের গালি খেয়ে ভোগ করতে হচ্ছে আর তাদের সন্তানদের যোগ্যতা বলে চাকরি হলেও মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে চাকরি পাইছে এই কথা শুনতে হচ্ছে। কানে ধরছি দেশ রসাতলে যাক আবার যদি যুদ্ধ লাগেও আমি আর আমার বাপের মত ভুল করুম না। আমি জীবনেও যুদ্ধ করুম না। পরে পরের প্রজন্মর কাছে গালি (লুকাইয়া লুকাইয়া গালি দেয়া) খেতে হবে। যাক দেশ রসাতলে আমার কি? জিবনের ঝুকি নিয়া যুদ্ধও করুম আবার পরে গালিও খামু।

মরুক গা দেশ আর এই দেশের জনগণ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.