আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবকে বিসিবির চিঠি

শ্রীলঙ্কা সিরিজে শরীরের বিশেষ অঙ্গ প্রদর্শন করে তিন ওয়ানডেতে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা থেকে ফিরেই আলো ছড়িয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। প্রমাণ করেন নিজেকে দলের সেরা ক্রিকেটার হিসেবে। সেই সাকিব আবার বিতর্কের জন্ম দেন টি-২০ বিশ্বকাপ চলাকালীন। দল যখন পারফরম্যান্স করতে পারছে না, টানা হেরেই চলেছে, তখন একটি দৈনিকে সাক্ষাৎকার দেন তিনি।

যা নিয়ে তোলপাড় পুরো দেশ। সাক্ষাৎকারটির কিছু বক্তব্য নিয়ে আপত্তি ওঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি চিঠি দিয়েছে তাকে। সাকিবের বিষয়টি ছাড়াও দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আলোচনা হবে বিসিবির আজকের জরুরি সভায়।

শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু হার। এশিয়া কাপ হয়ে সেটা টি-২০ বিশ্বকাপেও বজায় ছিল।

এর মধ্যে এশিয়া কাপে আফগানিস্তান এবং টি-২০ বিশ্বকাপে হংকংয়ের বিপক্ষে হার কোনোভাবেই মেনে নিতে পারেনি জাতি। হংকংয়ের বিপক্ষে হারের পর বিসিবি সভাপতি বেশ কয়েকবার বসেছিলেন ক্রিকেটারদের সঙ্গে। স্বাধীনতা দিবসের দিন অধিনায়ক মুশফিকুর রহিম, কোচ শেন জারগেনসন ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে পরোক্ষভাবে হুমকি দেন। জানিয়ে দেন, প্রয়োজনে নতুনদের নিয়ে ঢেলে দল সাজাবেন। এতে করে সময় লাগবে হয়তো, কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হবে।

তার এ বক্তব্য চাপে ফেলে দিয়েছে ক্রিকেট দলকে। আজ জরুরি সভায় ক্রিকেটারদের পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিসিবি সভাপতি আলোচনা করবেন পরিচালকদের সঙ্গে। আলোচনায় মুশফিকের অধিনায়কত্বের কাটাছেঁড়াও করা হতে পারে। এ ছাড়া কোচ জারগেনসনের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে। যদিও ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত চুক্তি রয়েছে কোচের।

টি-২০ বিশ্বকাপের পর দীর্ঘ সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই টাইগারদের। আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা মুশফিকদের। তার আগে জুনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আসার কথা ভারতের। এ ছাড়া আসার কথা রয়েছে জিম্বাবুয়েরও। এসব সিরিজের আগেই টাইগারদের নতুন কোচ নিয়োগ দেওয়া হতে পারে গুঞ্জন রয়েছে ক্রিকেটপাড়ায়।

আজকের সভায় এসব বিষয় নিয়েই আলোচনা হবে। তবে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, 'বিশেষ কোনো এজেন্ডা নেই সভার। সব বিষয় আলোচনা হবে। '

সাক্ষাৎকারে সাকিব দেশের মানুষের দেশপ্রেম নিয়ে কথা বলেছেন। এ ছাড়া তার পারফরম্যান্সেই বাংলাদেশ সুপার টেনে খেলছে বলেও উল্লেখ করেন।

ওই ম্যাচে তিনি ৩ উইকেট ছাড়াও ৩৪ রান করেছিলেন। এসব ছাড়াও আরও নানা কথা বলেছেন। তার ওই সাক্ষাৎকারটি হেয় করা হয়েছে মনে করেন ক্রিকেটপ্রেমীরা। তার সঙ্গে যোগাযোগ করার কথা স্বীকার করেছেন বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, 'ক্রিকেট বোর্ড থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ' শোনা যাচ্ছে কাল তাকে চিঠি দেওয়া হয়েছে।

পরিচালনা পর্ষদের জরুরি সভা-ই স্পষ্ট করে দিয়েছে, ক্রান্তিকালের মধ্য দিয়ে পার হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এখান থেকে জরুরি ভিত্তিতে উত্তরণ চায় জাতি।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।