আমাদের কথা খুঁজে নিন

   

ম্যান সিটির আরেকটি বড় জয়

৩১ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০।
শনিবার ঘরের মাঠে তৃতীয় মিনিটেই পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন মিডফিল্ডার ইয়াইয়া তোরে। স্ট্রাইকার এদিন জেকোকে ডি বক্সে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
এক মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু ১৫ গজ দূর থেকে নেয়া সামির নাসরির শটটি গোলপোস্টের সামান্য দূর দিয়ে চলে যায়।


১৭ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে ম্যান সিটি। ডি বক্সের মাঝে ফাঁকায় বল পেলেও লক্ষ্যভ্রষ্ট হেড করেন ডিফেন্ডার আলেকসান্দার কোলারভ।
৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাউথহ্যাম্পটনকে ম্যাচে ফেরান স্ট্রাইকার রিকি ল্যাম্বার্ট। মিডফিল্ডার জ্যাক কর্ককে স্বাগতিকদের ডিফেন্ডার পাবলো সাবালেতা ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

যোগ করা সময়ে দুই মিনিটের মধ্যে দুটি গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।

স্পেনের মিডফিল্ডার দাভিদ সিলভার পাস থেকে ফরাসি মিডফিল্ডার নাসরি প্রথম গোলটি করেন। আর কোলারভের দারুণ একটি ক্রসে হেড করে ব্যবধান বাড়ান জেকো।


দ্বিতীয়ার্ধে আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকদের আক্রমণভাগ। বল দখলে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে তারা। তবে বারবার সুযোগ নষ্ট করায় চতুর্থ গোলের জন্য ৮১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।


মিডফিল্ডার জিসাস নাভাস গনসালেসের পাস থেকে বিনা বাধায় বল জালে জড়ান স্ট্রাইকার স্তেফান জোভেতিচ।

৮৬ মিনিটে ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ পেয়েছিলেন তোরে। কিন্তু তার শটটি গোলপোস্টে লেগে ফিরে আসে।
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.