৩১ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০।
শনিবার ঘরের মাঠে তৃতীয় মিনিটেই পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন মিডফিল্ডার ইয়াইয়া তোরে। স্ট্রাইকার এদিন জেকোকে ডি বক্সে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
এক মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু ১৫ গজ দূর থেকে নেয়া সামির নাসরির শটটি গোলপোস্টের সামান্য দূর দিয়ে চলে যায়।
১৭ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে ম্যান সিটি। ডি বক্সের মাঝে ফাঁকায় বল পেলেও লক্ষ্যভ্রষ্ট হেড করেন ডিফেন্ডার আলেকসান্দার কোলারভ।
৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাউথহ্যাম্পটনকে ম্যাচে ফেরান স্ট্রাইকার রিকি ল্যাম্বার্ট। মিডফিল্ডার জ্যাক কর্ককে স্বাগতিকদের ডিফেন্ডার পাবলো সাবালেতা ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।