অজ্ঞান পার্টিঃ ঢাকা শহরে প্রায় ২৯ টি স্পটে আনুমানিক ৪১ টি গ্রুপ রয়েছে। এসব গ্রুপের মধ্যে পুরুষের পাশাপাশি নারী সদস্যও রয়েছে।
সাধারণত ৪ টা ক্যাটাগরিতে অজ্ঞান পার্টির লোকজন সক্রিয় থাকেঃ
১। দুরপাল্লার গাড়িতে হালুয়া/হারবাল ওষুধ খাওয়ানো
২। গাড়িতে ডাব, পানি, জুস, বা তরল খাবার খাওয়ানো
৩।
লঞ্চে খাবার/বিস্কুট/ খাওয়ানো
৪। খাবার খাইয়ে গাড়ি/ ছিনতাই
অজ্ঞান পার্টির কাজ করার পদ্ধতিঃ
> এরা কাজ করে সঙ্গবদ্ধ হয়ে, প্রতিটা টাইমে (অপারেশনের সাংকেতিক নাম) ৩-১৫ জন সদস্য থাকে।
> প্রথমে টার্গেট করা হয় যিনি টার্গেট করেন তাকে মাষ্টার বলা হয়। এরপর টিমের সবাই টার্গেটের সাথে গাড়িতে ওঠে।
> একজন টার্গেটের পাশের সিটে বসে, একজন পেছনের সিটে, একজন অন্য পাশের সিটে থাকে।
> একজন হকার (ডাক্তার) গাড়িতে উঠে গাছ গাছড়ার গুনাবলি বলে বই বিক্রি করে।
> এবার ফ্রি হালুয়া খাওয়াবে, অন্য যাত্রীদের ভালো হালুয়া খাওয়াবে।
> পাশের সিটের অন্যান্য যাত্রী(বয়ান বাজ) উৎসাহ দিয়ে টার্গেটকে হালুয়া খাওয়াবে।
> অজ্ঞান হওয়ার পর পাশের যাত্রী (ক্যালরী ম্যান) টাকা সংগ্রহ করবে।
> এরপর সবাই সুযোগ বুঝে নেমে পড়বে।
অজ্ঞান হলে তাৎক্ষনিক করনীয়ঃ-
> পেট পরিষ্কার করতে হবে, বমি করাতে হবে যেকোন ভাবে (তেতুল বা টক জাতীয় কিছু খাইয়ে)
> যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা।
সতর্কতা:
>> যাত্রা পথে অপরিচিত কারো সাথে সুসম্পর্ক না করা
>> যাত্রা বিরতিতে একই গাড়ির সহযাত্রির সাথে কিছু না খাওয়া
>> যাত্রা পথে বাস/গাড়িতে কিছু না খাওয়া
>> হকারদের কাছ থেকে কিছু না খাওয়া (বই বিক্রি / হালুয়া বিক্রি হকার)
>> লঞ্চে নিজের খাবার, পানির বোতল সাবধান রাখা।
>> বিভিন্ন মহিলা/ নারী থেকে সাবধান থাকা।
>> ১০০ চোর ১ ক্রে। চোরের বুদ্ধি খোরে খোরে।
সরকাররের কাছে আবেদনঃ
> ঘুমের ওষুধ চিকিৎসাপত্র ছাড়া বিক্রয় নিষিদ্ধ করা।
> ক্ষতিকর ঘুমের ওষুধ (....১,২) সরকারী ভাবে নিষিদ্ধ করা ।
> পুলিশ প্রশাসন আরো কঠোর ও তৎপর হওয়া।
>আইনি ফাঁক-ফোঁকর দিয়ে সহজে জামিনে রের হওয়া রোধ করা।
> দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা।
সুত্র: অজ্ঞান পার্টির নেতা বাদশা ভাইয়ের জবান বন্দি।
ওয়েভ: অজ্ঞান পার্টির নেতা বাদশা ভাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।