আমেরিকার প্রথম আধুনিক প্রেসিডেন্ট বলে অভিহিত করা হয় থিওডোর রুজভেল্টকে। মাত্র ৪২ বছর বয়সে আমেরিকার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন তিনি। ২৬তম মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের জন্ম ২৭ অক্টোবর, ১৮৫৮ সালে, আমেরিকার নিউইয়র্কে। তার পূর্বপুরুষরা ছিল ডেনমার্কের অধিবাসী। হার্ভার্ড কলেজে রুজভেল্টের পড়াশোনা শুরু হয় ১৮৭৬ সালে। গ্রাজুয়েশন শেষ করার চার মাস পর ১৮৮০ সালে বিয়ে করেন অ্যালিস হ্যাথওয়েকে। ১৮৮২ সালে রুজভেল্ট নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্যপদ গ্রহণ করে তার রাজনৈতিক জীবনের সূচনা করেন। পাশাপাশি রিপাবলিকান পার্টির খাতায় নাম লেখান। ১৮৯৮ সালে নিউইয়র্কের গভর্নর পদে নির্বাচিত হন তিনি। ১৯০০ সালে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯০১ সালের ১৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকেনলি নিহত হলে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ১৯০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হন তিনি। রুশ-জাপান যুদ্ধাবসানে ভূমিকা রাখার জন্য ১৯০৬ সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।