ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবি্লউ মোজেনা গতকাল পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের হকতুল্লা গ্রামে ইউএসএআইডির অর্র্থায়নে স্প্রিং প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন। সকাল সাড়ে ৮টায় তিনি সেখানে একপি ফারমার স্কুল, কৃষকের বসতবাড়ির আঙিনায় উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি, পুকুরে চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ, হাঁস-মুরগি পালন প্রভৃতি কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রকল্পের সুবিধাভোগী কয়েকজন নারীর সঙ্গে কথা বলেন। ইউএসএইডের সহায়তাপুষ্ট এ প্রকল্প কোডেক বাস্তবায়ন করছে। পরিদর্শন কালে তার সঙ্গে ইউএসএইডের কৃষি কর্মকর্তা এন্ড্রু রিড, যোগাযোগ কর্মকর্তা ওয়াসিফ হাসান, দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মোহসিন, কান্ট্রি ম্যানেজার অ্যারন হকিন্স, পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার ও পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, এ প্রকল্পের সুবিধাভোগীরা তাদের বাড়ির আঙিনায় পুষ্টিকর খাদ্য উৎপাদনের মাধ্যমে পুষ্টিহীনতা দূর করতে কাজ করছেন এবং এটা দেখে তিনি অভিভূত। উল্লেখ্য, এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে অতি দরিদ্র মা ও শিশুদের পুষ্টিহীনতা দূর করা। অতি দরিদ্র জনগোষ্ঠীকে সচেতনতার মাধ্যমে বসতবাড়ির আঙিনায় সবজি চাষ, হাঁস-মুরগি পালন ও মাছ চাষের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণ করা। পটুয়াখালী জেলায় ১২ হাজার ৪৮০ জন সুবিধাভোগী রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে তিনি বিকাল ৪টায় কুয়াকাটা রাখাইন পল্লী পরিদর্শন করে কুয়াকাটায় রাতযাপন করেন বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।