আমাদের কথা খুঁজে নিন

   

পৃথক তেলেঙ্গানার পর ভারতজুড়ে রাজ্য বিভাজ÷

ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সমন্বয় কমিটি এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটি পৃথক 'তেলেঙ্গানা' রাজ্য গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই দেশের অন্যান্য রাজ্যেও পৃথক্করণের সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক গোর্খাল্যান্ড, অসম ভেঙে পৃথক বড়োল্যান্ড, মহারাষ্ট্র ভেঙে বিদর্ভ, উত্তরপ্রদেশ ভেঙে চারটি রাজ্য গঠনের দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ ও বিভিন্ন গণ্ডগোলের খবর পাওয়া গেছে। এদিকে পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আজ থেকে দাজিলিংসহ গোটা পাহাড়জুড়ে অনির্দিষ্টকালের জন্য হরতাল ডেকেছে গোর্খা জনমুক্তি মোর্চা। এর মধ্যেই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) থেকে পদত্যাগ করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। এদিকে গোর্খা জনমুক্তি মোর্চার এ ভূমিকায় প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই মহাকরণে দার্জিলিং পরিস্থিতি নিয়ে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সংবাদ সম্মেলন করে তিনি বলেন, আইন আইনের মতো চলবে। আমরা জিটিএ ভাঙছি না_ হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে যারা দার্জিলিং নিয়ে খেলবেন আমি সবাইকে বলছি, দার্জিলিংয়ের শান্তি আমরা রক্ষা করছি এবং রক্ষা করব। দার্জিলিংয়ের মানুষের পাশে আমরা আছি, তাই ভাগ করার প্রশ্নই আসে না। দার্জিলিংয়ের মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে তার সম্পূর্ণ ব্যবস্থা করবে সরকার। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পশ্চিমবঙ্গের ওপর চাপ বাড়াতে কেন্দ্রীয় নেতাদের পরামর্শেই নতুন করে পাহাড়ে উত্তেজনা ছড়াতে চাচ্ছেন বিমল গুরুং। মহারাষ্ট্র ভেঙে পৃথক বিদর্ভ রাজ্য গড়ার দাবি তুলে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল। পৃথক বড়োল্যান্ড রাজ্যের দাবিতে অসমেও শুরু হয়েছে আন্দোলন। বেশ কয়েকটি জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়েছে বলেও খবর পাওয়া গেছে। পৃথক বড়োল্যান্ড গঠনের দাবিতে ৫ আগস্ট থেকে টানা ৬০ ঘণ্টা অসমজুড়ে হরতালের ডাক দিয়েছে নিখিল বড়ো ছাত্র সংস্থা (আবসু)। শুধু গোর্খাল্যান্ড কিংবা বিদর্ভই নয়, তেলেঙ্গানার স্বীকৃতিতে জম্মু-কাশ্মীর ভেঙে জম্মু রাজ্য, বিহার ভেঙে মিথিলা রাজ্য, মধ্যপ্রদেশ ভেঙে মহাকৌশল গঠনের দাবি উঠতে শুরু করবে। এর ফলে সামগ্রিকভাবে দেশজুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অন্যদিকে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের সাত সাংসদ পদত্যাগ করেছেন গতকাল। তেলেঙ্গানার বিরোধিতায় নানারকম প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত কংগ্রেস নেতারা স্বাধীন দাবির সিদ্ধান্তেই অটল থাকলেন। আর এই সিদ্ধান্তের প্রতিবাদেই পদত্যাগ করলেন অন্ধ্রের সাত কংগ্রেস সাংসদ। এদের মধ্যে ছয়জন লোকসভার এবং একজন রাজ্যসভার সাংসদ। একই ইস্যুতে অন্ধ্রপ্রদেশে ইতোমধ্যে বহু বিধায়ক পদত্যাগ করেছেন। আরও কয়েকজন বিধায়ক পদত্যাগের অপেক্ষায় রয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.