বিশ্বের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল চেইন শপ ওয়ালমার্টের কর্মীদের মজুরি বৈষম্যের বিরুদ্ধে ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিক ইউনিয়নগুলোর আন্দোলনকারীরা। আর এই বিক্ষোভ বন্ধ করে স্থান ত্যাগ করার পুলিশি নির্দেশ না মানায় ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের চায়নাটাউনে ওয়ালমার্টের দোকানের সামনে এ ঘটনা ঘটে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র গস ভিলানুয়েভা। পরে ৫০০ ডলার জামিনের বিনিময়ে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয় আর বাকিদের আটক রাখা হয়। মজুরি বৈষম্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে প্রতিবাদের আয়োজন করা হয়েছে। ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।