আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়ার সেরা পাঁচে কংগ্রেসের তিন

এশিয় বংশোদ্ভূত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রথম পাঁচের মধ্যে তিনজনই কংগ্রেসের সদস্য।

'১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এশিয়ান পিপল অব ২০১৪' শীর্ষক তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং চতুর্থ এবং সোনিয়া তনয় ও কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী পঞ্চম স্থানে রয়েছেন।

শীর্ষ স্থানে পেয়েছেন চীনের নয়া প্রেসিডেন্ট শি জিনপিং।

তালিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাঁই পেয়েছেন ৪২ নম্বর স্থানে, আন্না হাজারে রয়েছেন ৪৬ নম্বরে।

২২তম প্রভাবশালী ব্যক্তি হিসেবে নাম রয়েছে শেখ হাসিনার। তবে এরই মধ্যে তৈরি হয়েছে বিতর্ক।

রাজনীতি, খেলা, ব্যবসা, ব্যাংকিং থেকে অর্থনীতি, বিনোদন, দর্শন- এই ছয়টি শ্রেণিতে ভাগ করে এই তালিকা প্রকাশ করেছে এশিয়ান অ্যাওয়ার্ডস।

এশিয়ার ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে ভারতীয় রয়েছেন ৩৯ জন। প্রভাবশালী হিসাবে ভারতের মধ্যে যারা স্বীকৃতি পেয়েছেন, তাদের মধ্যে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি (নবম), ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (১৯তম), শিল্পপতি লক্ষ্ণী মিত্তল (২০তম) অন্যতম।

রয়েছেন অভিনেতা অনুপম খের, অভিনেত্রী নীনা ওয়াহিদা, লেখক হানিফ খুরেশিও। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা স্যার বেন কিংসলেও এই তালিকায় রয়েছেন। কিংসলে ১৯৮৪ সালে 'গান্ধী' ছবিতে অভিনয় করে বিখ্যাত হন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.