আমাদের কথা খুঁজে নিন

   

ফালতু কাব্য [বিরক্তির জন্য নহে]

ভালো থাকার চেষ্টা করি সদা ১ ঘঁড়ির কাটা টিকটিক তুই আমি এক দিক। ২ ওগো লজ্জাবতী প্রেম করলে কি ক্ষতি। ৩ ফুল গুলো সব তোর তুই বিরাট মন চোর। ৪ তোর কাছেই নাস্তানাবুদ তোর প্রেমে আমি বুদ-বুদ। ৫ বাড়িওয়ালার মাই্যয়াটা ভীষন রকম স্মার্ট দেখলেই ক্যাইপা ওঠে আমার দুর্বল হার্ট।

৬ নীল শাড়িতে লাগছে তোকে বেমানান তোকে বড্ড ভালোবাসি আকাশে দেই জানান। ৭ ইচ্ছা ছিলো কমু কথা তোর সাথে রোমান্টিক বল্‌ লি তুই আগামি পরশু তোর বিয়া ঠিক। ৮ জলমু না আগুনে তোর প্রেমের নিমু একদিন প্রতিশোধ এই গেমের। ৯ রিক্সায় দু জন পাশাপাশি গা ঘেঁষা-ঘেঁষি পোলা মাই্যয়া দুজনই দীঘল কেশী। ১০ ভুলে তো গিয়েইছিলাম তোর কথা বাচ্চা কোলে সামনে আই্যসা দিলি ব্যথা।

১১ থোড়াই আমি কেয়ার করি তোর পালোয়ান চাচাতো ভাইটাকে রাজি তুই থাকলে বলিস আমিই আগে ঢিল ছুঁড়মু মৌ-চাকে। ১২ তুই রাজি কিনা বল গড়মু ফুটবল দল। ১৩ অফিস থেকে এসেই তোর হাতের বানানো চা খাওয়া আজীবন চাই আমি এই পাওয়া। এই কথাটাই বলি তোকে সদা হাসি মুখে বিদ্ঘুটে চায়ের সাদটা গোপন গভীর বুকে। ১৪ হাতে তোর কাঁচের চুঁড়ি নাকেতে সোনার নোলক পাগল আমি হই্যয়া গেছি দেই্যখা তোর রূপের ঝলক।

১৫ তোর ফটো টাঙ্গানো আমার মনের দেয়ালে তুই থাকিস আমার সকল খেয়ালে। ১৬ চুমুক দিছি তোর ভালোবাসার পেয়ালায় তোকে নিয়া জ্যোৎস্না রাতে সুর তুলমু বেহালায়। [সামনে পরীক্ষা তাই ব্লগে অনিয়মিত, সবার প্রতি শুভ কামনা। দোয়া করবেন। ভালো থাকবেন।

]  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।