আমাদের কথা খুঁজে নিন

   

মালাউন শব্দটি নিয়ে

মালাউন সম্পর্কে একজন তার ফেসবুকে লিখেছেন (লিংক পরে রইলো)
"মালাউন কারা ?
মালাউন শব্দ এর অর্থ 'অভিশপ্ত'
বা 'ঈশ্বরের করুণা থেকে বঞ্চিত,
শব্দটি আরবি" ﻣﻠﻌﻮﻥ" থেকে উদ্ভূত।
সাধারণত উগ্র, এবং অশিক্ষিত মানুষ
শব্দটি ব্যবহার করে।
হিন্দু মানুষ ঈশ্বরে বিশ্বাস
করে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে।
সুতরাং, প্রশ্ন হল যদি মালাউন শব্দ এর
অর্থ 'অভিশপ্ত' হয়,
তবে হিন্দুরা কিভাবে মালাউন হয় ?
শুধুমাত্র খারাপ মানুষ ঈশ্বরের
করুণা থেকে বঞ্চিত হয়।
সুতরাং, হিন্দুরা মালাউন
হতে পারে না ।


যারা এই শব্দটি বলেন, তারা মালাউন ।
কারণ যারা এই
শব্দটা বলে তারা বোমা বিস্ফোরণ,
গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন,
এবং অগ্নিসংযোগে বিশ্বাস করে,
এবং তারাই ঈশ্বরের
করুণা থেকে বঞ্চিত হয়।
যদি কোন অশিক্ষিত, এই সম্পর্কে হিন্দু
দের কিছু বলে, তবে বলে দিবেন তুই
মালাউন, তুই মালাউন"
লিংক - Click This Link
আমি এই শব্দটি আগে এই ব্লগে অনেক শুনেছি। কিন্তু এই শব্দটির সঠিক অর্থ জানতাম না। মনরঞ্জন সিনহা কিছু সূত্র দিলেন।

তিনি অবশ্য অন্যদের মালাউন ডাকার যে নিদান দিয়েছেন, আমি তাকেও অতিক্রম করতে চাইবো। কারণ আমি নিরীশ্বরবাদী। পৃথিবীতে নিরীশ্বরবাদীদের সংখ্যা অসংখ্য। আমি ব্যক্তিগতভাবে ঈশ্বর বিশ্বাসী না হলেও বিশ্বাসীদের আঘাত দেওয়ার দরকার বোধ করি না, বরং তাকে অসমীচীন মনে করি। সমস্যাটা বাঁধে ধর্মকে রাষ্ট্রের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টার মধ্যে।

এটা খুবই ভালো যে নেপাল হিন্দু রাষ্ট্র থেকে সেকুলার রাষ্ট্র হয়েছে। খ্রীষ্টান রাষ্ট্রগুলি ধর্ম আর রাষ্ট্রযন্ত্রকে অনেকটাই পৃথক রাখে। আরব দুনিয়ার বাইরে অনেক ইসলাম প্রধান রাষ্ট্রেও সেই চেষ্টা অনেকটা আছে, যদিও দ্বন্দ্ব আছে। বৌদ্ধ প্রধান রাষ্ট্রেও ধর্ম আর রাষ্ট্রকে আলাদা রাখা হয়। ধর্ম আর রাষ্ট্রকে আলাদা রেখে অন্যের বিশ্বাসকে মর্যাদা দিয়ে তার সম্পর্কে প্রশ্ন তোলা, তর্ক করার পরিবেশ যদি তৈরি করা যায়, তবে পৃথিবী এবং তার নাগরিকদের সম্পর্ক আরো সুন্দর হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.