আমাদের কথা খুঁজে নিন

   

কাব্যঃ তোমাদের নিয়ে শেষ লেখা

প্রথমঃ

ভালো থেকো ক্লাশের রং করা দেয়াল,
কালো আর সাদা বোর্ড|
ভালো থেকো ক্লাশের সিলিং ফ্যান,খোলা দরজা আর জানালা|
ভালো থেকো ক্লাশের প্রতিটি বেঞ্চ ,অচল ঘড়ি আর চক ডাস্টার|
ভালো থেকো ক্লাশের ধূলিকনা,নষ্ট সিলিং ফ্যানের সুইচ আর অবহেলায় পড়ে থাকা চেয়ার|
ভাল থেকো সবাই|

দ্বিতীয়ঃ
ভালো থেকো অরবিন্দু,
যার সাথে প্রথম দেখা হয়েছিল,
ভাইভা পরীহ্মায়|
ভালো থেকো শাওন,
যার সাথে প্রথম করেছিলাম রম্য ডিবেট|

ভালো থেকো হাকিম,রোকন,হারুন,যাদের সাথে গড়ে উঠেছিল প্রথম বন্ধুত্ব|
ভালো থেকো আরিফ আর শাহ আলম,যাদের সাথে পরিচয় ছিলো,
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই|

ভাল থেকো চশমা পড়া আরিফ,নন্দী,রনদীর আর ক্যাপ পড়া মাসুদ|
ভাল থেকো থেকো সানগ্লাস পড়া ছেলে,দাশ বাবু,দীপু,সুবর্ণ আর রিংকু|
ভালো থেকো ডিপার্টমেন্টের মোটা ছেলে মাছুম,সোহাগ,হেলাল,নাছির আর সফল ভাই|

ভালো থেকো লেখক সুমন,শাপলা আর গায়ক দীপ্ত|
ভালো থেকো ফাস্ট বেঞ্চের জাকির,নয়ন,শফিক,জহির আর ভাল ছেলে ইয়ামীন,মাহফুজ,ইমন,নেওয়াজ,ড্রামার মাহিদ|

ভাল থেকো টম এন্ড জেরী আর একমাত্র মিতা বিপ্লব রায়|

ভুল বুঝ না, আমায়|
ভুলে যেওনা আমায়|
ভাল থেকো সবাই । তৃতীয়ঃ

ভালো থেকো তারা,
যাদের সাথে প্রথম করেছিলাম রম্য ডিবেট আর অভিনয়|
ভালো থেকো ডিপার্টমেন্টের ফার্স্ট গার্ল আর চশমা পড়া মেয়েরা|

ভালো থেকো তারা,
যারা আমাকে ভুল বুঝেছিলে একসময়|
ভাল থেকো তারাও,যারা কখনো ভুল বোঝনি|
ভালো থেকো তারা,যাদেরকে নিয়ে একসময় লিখেছিলাম,ভাল থেকো তারাও যাদেরকে নিয়ে কখনো লিখিনি|

ভাল থেকো তারা,যারা আমাকে বন্ধু ভাবো|
ভালো থেকো তারাও ,যারা আমাকে বন্ধু ভাব না|
ভাল থেকো তারা,যাদের সাথে কোন একদিন কথা হয়েছিল,
ভাল থেকো তারাও যাদের সাথে কখনো কথা হয়নি|

ভাল থেকো তারা, যারা আমাদের কীটপতঙ্গ আর বস্তির ছেলে ভাবো ।
ভাল থেকো সোনালী চুল,শুভ্র,কবিতা আর সুন্দরী মেয়ে|

ভুল বুঝ না আমায়|
ভুলে যেও এই মানুষটিকে |
ভাল থেকো সবাই ।
তোমাদের নিয়ে এটাই আমার শেষ লেখা|


উৎসর্গঃ চতুর্থ বর্ষের সকল শিহ্মার্থী বন্ধুরা|

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.