আমাদের কথা খুঁজে নিন

   

মুহূর্তের কাব্যঃ মন-মানুষ



তুমি কি খুব দুঃখ পাও আমার কথায় ? তুমি কি এখন কাঁদছ বসে মনের ব্যথায় ? খুব কি তুমি আমায় ভালোবাসো? খুব কি তুমি আকাশ দেখে হাসো ? খুব কি তুমি সাঁতার কাটো জলে ? তোমার চোখে বৃষ্টি ছলছলে ? জানিনা আমি কিছুই জানি না যে... তোমার চোখে আমার স্বপ্ন সাজে ! তোমার আকাশ আমায় দেবে সখা ? আকাশ ছাড়া শূণ্য আমি ফাঁকা ! তপ্ত রোদে অথৈ নদীর ধারে- ডাকছি আমি তোমায় বারে বারে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।