ঢাকা শহরের অলিগলিতে ভ্রাম্যমাণ হকারদের দিয়ে এভাবেই বিজ্ঞাপন প্রচার চালাচ্ছে জাভা ব্ল্যাক সিগারেট। হকারদের সাথে কথা বলে জানা গেছে, কোম্পানি বিনামূল্যেই এ ধরণের সুদৃশ্য বাক্স সরবরাহ করছে তাদেরকে। জনসাধারণের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে ধূমপানে আসক্ত করতে এভাবেই চলছে তামাক পণ্যের প্রচার-প্রচারণা।
তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ থাকলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিক্রেতাদেরকে সুসজ্জিত বাক্স দিয়ে প্রচারণা চালাচ্ছে জাভা ব্ল্যাক। প্রচলিত আইনে তামাকপণ্যের বিজ্ঞাপনের জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদন্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থ দন্ড বা উভয় দন্ড এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দন্ডের দ্বিগুণ হারে দন্ডের বিধান আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।