চলে গেলন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসা। বুধবার, ৯ এপ্রিল ২০১৪ বেলা সোয়া একটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
মুক্তিযুদ্ধের পূর্বাপর ইতিহাসের সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে কলম লেখা ছাড়াও তিনি টক শোতে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলে বেশ জনপ্রিয় হন।
জীবনভর তিনি গণমানুষের কথা বলে গেছেন। তাঁর মৃত্যুতে আমার জাতির এমন একজন কণ্ঠস্বরকে হারালাম যিনি সত্য বলতে কখনও দ্বিধা করতেন না। তিনি ছয় দশকেরও বেশি সময় সাংবাদিকতা করেন। পাশাপাশি কলাম লেখক ও রাজনৈতিক ভাষ্যকার হিসেবেও তাঁর সমান খ্যাতি ছিল। সত্য বলার কারণে তিনি অনেক সময় শাসকদের বিরাগভাজন হয়েছেন কিন্তু কোনো কিছুই তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারে নি।
তাঁর মত একজন গুণীজনের মৃত্যুতে পুরো জাতির সাথে আমরাও শোকাহত। আমার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।