..... দেশের আইন ও বিচার ব্যবস্থার কারনে বিডিয়ার ঘটনার মত চট্রগ্রাম বহদ্দার হাট ঘটনায়ও দোষীরা পার পেয়ে যাবে । টাকা ও ক্ষমতার দাপটে অপরাধীদের কিছুই হবে না । উপরন্তু আমাদের আবেগ , বিবেক , আহাজারি সব স্বজনদের মাটি চাপা দেওয়ার সাথে চাপা পড়ে যাব ।
আমরা এমন এক দেশে বাস করি যেইখানে গুণীজনকে সম্মানের পরিবর্তে হেনস্থা করা হয়, জনগনের ৪০০০ কোটি টাকার দুর্নীতি কিছুই না , অভাবের তাড়নায় শিশু সন্তানসহ মা আত্মহত্যা করে , ক্ষুদার জ্বালায় কুকুরের পাশাপাশি বসে ডাস্টবিন থেকে মানুষ নোংরা-আবর্জনাযুক্ত খাবার খায় , আর্থিক মুক্তির বদলে ধনীরা আঙ্গুল ফুলে কলা গাছ হয় , নিন্মবিক্তরা নিন্ম থেকে নিন্মতর হয় , আর মধ্যবিক্তরা মাঝামাঝি অবস্থানের কারনে না পারে কাওকে বলতে না পারে সহ্য করে থাকতে ।
জানি , মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশের জন্য অনেক কিছুই করার সংকল্প করতে পারি ।
বিশেষ বিশেষ দিনে শহীদদের জন্য দুয়ার পরিবর্তে ২০ টাকায় ২ টা গোলাপ ফুল কিনে শহীদ মিনারে রেখে আসি , যে মিনার আমার বা আমার দেশের কোন উপকার-ই করতে পারবেনা ।
ব্যাপারটা এমন , দেশের জন্য উতলায় পড়ি তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না । আসলে আমরা আবেগের কাছে সাহসী , কিন্তু বাস্তবতার কাছে বন্দি । কারন আমরা সাহসী 'কাপুরুষ' !
আজকে সারাদিন বাকরুদ্ধ ছিলাম । নিরীহ মানুষের স্বজন হারা কান্নার আওয়াজে আমি স্তব্ধ !! অনেক কিছু করার ইচ্ছা থাকলেও কিছুই করতে পারছিনা ।
নিজের কাছে নিজেই অপরাধি । একটা প্রশ্ন বারবার মাথায় খেলছে । আমি কি দেশের সম্পদ , না বোঝা !!!
মহান আল্লাহ বহদ্দার হাট , আশুলিয়া ঘটনায় নিহত সবাইকে নাজাত দান করুন , তাদের শোকতপ্ত পরিবারের সবর শক্তি বাড়িয়ে দিন । আমীন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।