আমাদের কথা খুঁজে নিন

   

প্রধান নির্বাচকের দায়িত্ব নিলেন না লতিফ

পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক পদটিতে শেষ অবধি আর বসছেন না রশিদ লতিফ। আজ বুধবার বোর্ডকে পাঠানো এক ই-মেইল বার্তায় তিনি নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
বেশ কিছুদিন ধরেই নতুন প্রধান নির্বাচক হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক রশিদ লতিফের নাম আলোচিত হচ্ছিল।

নিজেকে সব বিতর্কের বাইরে রাখতে চান বলেই লতিফ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, ‘অন্য কোনো ব্যাপার নয়, আমি ক্রিকেট-সংক্রান্ত ব্যাপারে কোনো বিতর্কে জড়াতে চাই না বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। কোনো ক্ষোভ থেকে নয়।’

এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নির্বাচক কমিটির অন্যান্য সদস্যের নিয়োগের ব্যাপারে বোর্ডের সঙ্গে মতপার্থক্য হওয়ায়ই লতিফ প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে চাননি।

লতিফ বোর্ডের কাছে তাঁর নেতৃত্বাধীন নির্বাচক কমিটিতে চেয়েছিলেন সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ, ওয়াজাহাতউল্লাহ ওয়াস্তি ও পেসার শাব্বির আহমেদকে। তবে বোর্ড এই প্রস্তাবে রাজি না হওয়ায় প্রধান নির্বাচকের পদ গ্রহণ করার কোনো কারণ দেখেননি লতিফ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.