আমাদের কথা খুঁজে নিন

   

টেকনাফে ইয়াবা ব্যবসায়ী-পুলিশ বন্দুকযুদ্ধ, ৩ পুলিশ গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হয়।

পরে এক হাজার পিস ইয়াবা, দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া (৩৫), কনস্টেবল নিহির চন্দ্র (৩৮), হাবিবুর রহমান (৩৮) এবং ইয়াবা ব্যবসায়ী রমজান আলী (৩০)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, মধ্যরাতে ইয়াবা বেচাকেনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি করলে পুলিশও আত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি ছোড়ে। একপযার্য়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধে পুলিশের এক এসআই ও দুই কনস্টেবল এবং এক ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।

ওসি আরো জানান, পরে ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্রসহ আহত অবস্থায় ইয়াবা ব্যবসায়ী রমজান আলীকে আটক কর‍া হয়।

রমজান আলী একজন তালিকাভ‍ূক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে ‍একাধিক মামলা রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.