তবে তাদের এই ভূমিকা নিয়ে অনেকে সন্দেহের চোখে দেখে বলে স্বীকার করেন তিনি।
জাতীয় পার্টি দশম সংসদে বিরোধী দলের আসনে বসে আবার সরকারে যোগ দেয়ায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে কার্যকর বিরোধী দলের অভাব সংসদে সৃষ্টি হয়েছে বলে অনেকের মত।
রওশন বলেন, “বাংলাদেশে কোনো সময় কোনো বিরোধী দল সরকারকে সহযোগিতা করেনি। আমরা করতে চাই।
করতে চাইলেই আমাদের সন্দেহের চোখে দেখা হয়। ”
আগে কেউ বিরোধী দলকে এই ভূমিকায় না দেখায় মেনে নিতে অনেকের সমস্যা হচ্ছে বলে মনে করেন তিনি।
“আমরা ওয়েস্ট মিনিস্টার ফর্ম অব ডেমোক্রেসিতে বিশ্বাস করি। সেখানে তো সরকারি ও বিরোধী দল একে অপরের পরিপূরক। ওয়েস্ট মিনিস্টার মানি, কিন্তু তালগাছ আমার।
কাছাকাছি এলে সমস্যা কোথায়?”
বিরোধী দল শুধু সরকারের বিরোধিতা করলে দেশের উন্নয়ন ব্যাহত হয় বলে রওশনের দাবি।
দশম সংসদের প্রথম দিনে জাতীয় পার্টির সদস্যরা (ফাইল ছবি)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।