আমাদের কথা খুঁজে নিন

   

সরকারকে সহযোগিতা করতে চাই: রওশন

তবে তাদের এই ভূমিকা নিয়ে অনেকে সন্দেহের চোখে দেখে বলে স্বীকার করেন তিনি।
জাতীয় পার্টি দশম সংসদে বিরোধী দলের আসনে বসে আবার সরকারে যোগ দেয়ায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে কার্যকর বিরোধী দলের অভাব সংসদে সৃষ্টি হয়েছে বলে অনেকের মত।
রওশন বলেন, “বাংলাদেশে কোনো সময় কোনো বিরোধী দল সরকারকে সহযোগিতা করেনি। আমরা করতে চাই।

করতে চাইলেই আমাদের সন্দেহের চোখে দেখা হয়। ”
আগে কেউ বিরোধী দলকে এই ভূমিকায় না দেখায় মেনে নিতে অনেকের সমস্যা হচ্ছে বলে মনে করেন তিনি।
“আমরা ওয়েস্ট মিনিস্টার ফর্ম অব ডেমোক্রেসিতে বিশ্বাস করি। সেখানে তো সরকারি ও বিরোধী দল একে অপরের পরিপূরক। ওয়েস্ট মিনিস্টার মানি, কিন্তু তালগাছ আমার।

কাছাকাছি এলে সমস্যা কোথায়?”
বিরোধী দল শুধু সরকারের বিরোধিতা করলে দেশের উন্নয়ন ব্যাহত হয় বলে রওশনের দাবি।  

দশম সংসদের প্রথম দিনে জাতীয় পার্টির সদস্যরা (ফাইল ছবি)

তিনি বলেন, “আমরা কোনোদিন সংসদ বর্জন করব না। বকাবকি-গালাগালি করতে চাই না। ফাইল ছোড়াছুড়ি করতে চাই না। ”
দশম সংসদের প্রথম দিনে জাতীয় পার্টির সদস্যরা (ফাইল ছবি)
বিরোধীদলীয় নেতার এই বক্তব্যের সময় টেবিল চাপড়ে তাকে সমর্থন জানান সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের সংসদ সদস্যরা।


সামরিক শাসক এইচ এম এরশাদের স্ত্রী রওশন ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়ার ব্যাখ্যায় বলেন, “অসাংবিধানিক পথে কেউ যাতে ক্ষমতা আসতে না পারে, সেজন্যই নির্বাচনে অংশ নেয়ার প্রয়োজন ছিল। ”
নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “আমাদের একটি দল আরেকটি দলকে বিশ্বাস করে না। আমরাই একে অপরকে বিশ্বাস করতে না পারলে জনগণ কিভাবে বিশ্বাস করবে। ”
দশম সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে বক্তব্যে বিরোধীদলীয় নেতা খাদ্যে ভেজাল রোধে পদক্ষেপে সরকার প্রধান শেখ হাসিনাকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান।
নদী দূষণের কথা তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সেদিন রিভার ক্রুজে গিয়েছিলেন, নাকে রুমাল চেপে রাখতে হয়েছিল।


খাদ্য-ওষুধ-পানি দূষণ রোধে প্রধানমন্ত্রীকে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পরামর্শ দেন রওশন।
প্রশাসনকে বিকেন্দ্রীকরণেরও পরামর্শ দেয়ার পাশাপাশি নিজের জেলা ময়মনসিংহকে বিভাগে উন্নীত করার দাবিও জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.