সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে জড়ো হওয়া নেতাকর্মীদের নিয়ে তাত্ক্ষণিকভাবে একটি মিছিলও করেন তারা।
গণজাগরণ মঞ্চের কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে যুদ্ধাপরাধী কাদের মোল্লার নির্যাতনের শিকার মিরপুরের আলোকদী গ্রামের অধিবাসীদের সঙ্গে বৈশাখী শুভেচ্ছা বিনিময়। ‘নববর্ষের অঙ্গীকার, নিপাত যাক রাজাকার’ স্লোগানে ওইদিন বিকাল ৩টায় শাহবাগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন।
এছাড়া মঞ্চের ছয় দফা বাস্তবায়নের দাবিতে এবং যুদ্ধাপরাধের বিচারে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে ১৮ এপ্রিল সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ওইদিন বিকাল ৩টায় শাহবাগে সমাবেশ শুরু হবে।
সমাবেশে ইমরান এইচ সরকার জানান, এই কর্মসূচি পালনের জন্য এরইমধ্যে ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
গণজাগরণ মঞ্চের এই সংবাদ সম্মেলন প্রথমে শাহবাগে করার ঘোষণা দেয়া হয়। দুপুরের পরে তা সরিয়ে নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে। পরে শেষ মূহুর্তে তা আবার শাহবাগে নিয়ে আসা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।