আমাদের কথা খুঁজে নিন

   

স্বজনের খোঁজে করিম ও মামুন

মুন্সীগঞ্জে সম্প্রতি বেড়ে গেছে স্বজনহারা শিশুর সংখ্যা। এ শিশুদের কে বা করা আপনজনদের কাছে থেকে এনে পালাতে না পেরে রাস্তায় ফেলে যায় বলে জানা গেছে। এমনই এক শিশুর নাম আবদুল করিম (৬)। স্বজনদের নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারে না সে। করিমের পিতার নাম মনির হোসেন ও মায়ের পিয়ারা বেগম।

প্রায় ২০ দিন আগে মীরকাদিম পৌর এলাকার তিলারদিরচর গ্রামে পাওয়া যায় তাকে। ওই সময় তার পরনে ছিল হাফ হাতা নীল গেঞ্জি ও কালো থ্রি-কোয়াটার প্যান্ট। তাকে লালন পালন করছেন তীলারদিরচরের ফার্নিচার মিস্ত্রি আবদুল মান্নান। মান্নানের মোবাইল নাম্বার-০১৯৪৩০৫৪৯৮১। এর আগে সিরাজদিখানের নিম তলায় পাওয়া যায় মামুন (৬) নামের অপর এক স্বজনহারার শিশুকে খোঁজ।

মামুনের বাবার নাম হামিদুল ও মায়ের নাম লিপি। সে অনেকটা ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলে। এক মহিলা তাকে বিস্কুটের লোভ দেখিয়ে ট্রেনে এখানে নিয়ে এসেছে। এর বেশী আর মামুন বলতে পারেনা। মামুন বর্তমানে নিমতলার বেকারী কর্মচারী নিজামের তত্ত্বাবধানে রয়েছে।

নিজামের মোবাইল নাম্বার-০১৭৬৪২৫৭৫৯৫। নিজাম জানান, মামুনকে তার বাবা-মার কাছে ফেরত দিতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করবেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.