আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্বজনের লাশের পোড়া গন্ধে পরিবেশ দূষনের জন্য ক্ষমা চাচ্ছি।

বহু দূর যেতে হবে । "ক্ষমা করবেন পোড়া লাশ গুলোকে ক্ষমা চেয়ে শুরু করছি, আমার স্বজনের লাশের পোড়া গন্ধে আপনার পরিবেশ দূষনের জন্য । আমার স্বজন যখন পুড়ে ছাই হচ্ছিল তার আত্ম চিৎকারে আপনাদের ঘুম বা বিশ্রামে ব্যাঘাতের জন্য ক্ষমা চাচ্ছি । ক্ষমা চাচ্ছি লাশ উদ্ধ্যার ও সনাক্তে ফায়ার সার্ভিস, আর্মি, বর্ডার গার্ড ও পুলিশ নিয়োগে রাষ্ট্রের বাড়তি খরচে । লাশ সনাক্তে আপনাদের কষ্ট দিতে চাইনা ।

সবিনয় অনুরোধ করছি- আমার স্বজন সনাক্তের প্রয়োজন নেই । পোড়া লাশের কংকাল গুলি সারিবদ্ধ করে সাজিয়ে একএক করে আমাকে ও আমার অন্য স্বজনদের বুঝিয়ে দিন । নিয়ে যাব বিনা বাক্য ব্যয়ে । দোহাই আপনাদের ডি এন এ টেষ্টের মাধ্যমে স্বজনদের ঋণের বোঝা বাড়াবেন না । তবে ডি এন এ টেষ্টে যদি আপনাদের পকেট অর্থনীতি স্বচল হয় তাহলে আমার স্বজনের পক্ষ থেকে আপত্তি করব না ।

একটি অনুরোধ করছি- পোড়া দুর্গন্ধময় লাশের ছবি, গগন বিধারী স্বজনদের কান্না বিলাপের স্বচল চিত্রায়ন ও স্থির চিত্রায়নের ছবি প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ায় দেখাবেন না । না দেখালে কোন অনুযোগ অভিযোগ করব না । ইতিমধ্যে পোড়া দুর্গন্ধময় লাশের ছবি খবর প্রকাশে আপনাদের ছোট্ট সোনামনিরা ভয় পেয়ে থাকলে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি । টিভি পত্রিকার অনেকটুকু জায়গা দখল করেছে লাশ গুলো । ওদের লাশ গুলো আপনাদের নিয়মিত সুখ আনন্দের মিডিয়ায় অনাহুত ব্যাঘাতে ক্ষমা চাচ্ছি ।

বোকা নির্বোধ লাশের স্বজন হিসেবে আমরা উৎকন্ঠিত । ওদের মত বোকামী আমরা করব না । পোড়া লাশে পরিবেশ দূষন করব না, রাষ্ট্রের কোষাগারের অর্থাপোচয় করব না, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় জায়গা ও সময় দখল করব না । বোকা লাশের বোকামীর দন্ড পরিশোধ করার ক্ষমতা আমাদের নেই । ওদের বোকামীতে বিল্ডিং মেশিন পত্র উৎপাদনের অনেক কাঁচামাল পুঁড়ে ছাই হয়েছে ।

ক্ষয়-ক্ষতি হিসেবের অংকে অনেক হবে । আমরা আপনাদের ক্ষতি পূরন দেয়ার সামর্থ্য রাখি না । তবে আমরা পোড়া লাশে স্বজন হিসেবে কথা দিচ্ছি উৎপাদনকে গতিশীল করতে সর্বোচ্চ সময় দিয়ে মাথা নত করে কাজ করে যাব । একটি টু-শব্দ করব না নিজেদের স্বার্থে । পোড়া লাশের গরীব দুঃখি স্বজন হিসেবে বলছি ওদের লাশগুলো যদি আপনাদের সহজ ঋণ প্রাপ্তিতে,ঋণ মওকুপে ব্যবহার উপযোগী হয়- ব্যবহার করবেন ।

রাজনীতির মঞ্চে- বক্তৃতা, নির্বাচনী রাজনীতির- লিফলেট ব্যানারে ব্যবহার উপযোগী হলে- দয়া করে ব্যবহার করবেন । ওদের পোড়া লাশ গুলো যথোপযুক্ত ব্যবহারে আপনাদের ব্যবসা-বানিজ্য, রাজনীতিতে ভূমিকা রাখতে পারলে-ওদের বিদেহী আত্মা শান্তি পাবে । পোড়া লাশের উত্তরাধীকারী স্বজন হিসেবে আবারো ক্ষমা চেয়ে শেষ করছি । " লিখাটা পড়লাম প্রথম আলোর একটি কলামের মন্তব্যে। লিখাটা আমাকে ভাবাচ্ছে তাইল শেয়ার করলাম মূল লিখা মোঃ মহিউদ্দিন মজুমদার মাসুম ।

প্রবাসী, জাপান । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.