আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ নিয়ে অনলাইনে দিন জমপেশ আড্ডা!! মেতে থাকুন সারাক্ষণ!!

বিশ্বময় ফুটবল উন্মাদনা। পিছিয়ে নেই বাংলাদেশও। সর্বত্র ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ক্লাব, খেলার মাঠ, চায়ের দোকান, স্কুল-কলেজ, অফিস, বাড়িঘর, বন্ধুদের আড্ডা সবখানে শুধু ফুটবল। আর সেকারনেই বেশতোতেও চলছে বিশ্বকাপ নিয়ে নানা আয়োজন।


ব্রাজিল বিশ্বকাপ ফুটবল নিয়ে আড্ডা, আলোচনা, সমালোচনা, কৌতুক, ছবি, বেশটুন, খবর, বিশ্বকাপ আর্ট সহ বিভিন্ন কন্টেন্ট আর তর্কে-বিতর্কের মধ্যে জমজমাটি আসরে এখন বেশতো মুখরিত। বেশতোর ফুটবলপ্রেমীরাও আনন্দে উদ্বেল। পুরো বিশ্বকাপ জুড়ে বেশতো মাতিয়ে রাখছেন তারা প্রতিনিয়ত।
 
বিশ্বকাপ সম্পর্কিত বিভিন্ন স্টারডওয়ার্ডগুলো যেমন  *ফিফাবিশ্বকাপ* *বিশ্বকাপ-২০১৪* *জার্সিশপিং* *বেশতোটিয়া**ব্রাজিলনাআর্জেন্টিনা* *ব্রাজুকা*

*বিশ্বকাপপাগলামি* *ব্রাজিল* *বিশ্বকাপথিমসং* *বিশ্বকাপরঙ্গ* *বিশ্বকাপরেকর্ড* *মিশনহেক্সা* *মেসি* *নেইমার* *ব্রাজিলনামেক্সিকো * *বাজেসিদ্ধান্ত* *ফালতুখেলা* প্রমুখ দিয়ে তারা মেতে উঠেছেন বিশ্বকাপ উচ্ছাসে এক তালে এক সাথে।

বিস্তারিত জানতে ক্লিক করুন http://beshto.com/
জানিয়ে রাখা ভালো,  গত ফুটবল বিশ্বকাপের অক্টোপাস পলের কথা তো সবারই মনে আছে যে  কি না প্রত্যেক  খেলার  আগেই  খেলার  পরিনতি  বলে  দিতে  পারত

কিছুটা  পলের চেতনা  থেকেই আমরা গতকাল  নতুন  স্টারড ওয়ার্ড  এনেছি *বেশতোটিয়া* যা দিয়ে শুধুমাত্র ফুটবল বিশ্বকাপের প্রতিটি খেলার আগাম পরিনতি আমরা  পাচ্ছি আমাদের ইউজারদের থেকে l শুধু তাই নয়, বেশতো হোম পেজে এসেছেও পরিবর্তন, একদম উপরে একটি বারে বিশ্বকাপ নিয়ে কিছু কি-ওয়ার্ড সংযোজন হয়েছে। প্রতিটি আলাদা আলাদা পেজ, যার পুরোটাই জুড়ে থাকবে বিশ্বকাপের নানা আয়োজন। ট্যাগ করা কি-ওয়ার্ডগুলোতে ম্যাচ রিভিউ, টার্নিং মোমেন্ট, খেলোয়াড়, ছবি, আরটিকেল, রঙ্গ, রম্য সবই থাকছে।
 
বিশ্বকাপ নিয়ে এরকম নান উল্লাসে উল্লসিত বেশতোবাসী। তন্মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আয়োজন হচ্ছে বিশ্বকাপের জন্য বানানো বেশতো টি- শার্ট।



বিশ্বকাপ সম্পর্কিত বিভিন্ন স্টারডওয়ার্ডগুলোতে ভালো ভালো কন্টেন্ট দিয়ে প্রতিদিন বেশতো ব্যবহারকারীরা জিতে নিচ্ছেন আকর্ষণীয় টি- শার্ট। বিশ্বকাপের এই আয়োজনে বেশতোর সাথেই থাকুন।
বেশতো ডট কম - http://www.beshto.com/
বেশতোর নতুন নতুন সব আপডেট পেতে যুক্ত থাকুন
 ফেসবুকঃ https://www.facebook.com/BeshtoBangladesh

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.