আমাদের কথা খুঁজে নিন

   

দেখেই ফেললাম চোরাবালি

https://www.facebook.com/tanvir.mh আসিতেছে চোরাবালি আসিতেছে করতে করতে এসেই গেলো। এবং হুট করেই দেখে ফেললাম। যাই হোক প্রথম দিন দেখতে পারিনি বলে আফসুস নেই কারণ দ্বিতীয় দিন সেই সম্ভব কাজটি সম্ভব করে ফেললাম। বলাকায় বসে ফেসবুকে চেক ইন দেয়ার সাথে সাথেই শুরু হয়ে গেলো চোরাবালি। ইন্দ্রনীল অসম্ভব ভাব নিয়ে গাড়ি ড্রাইভ করছে,পেছনে হাত বেধে জয়াকে ফেলে রেখেছে।

কিডন্যাপ টাইপ কিছু একটা মনে হচ্ছিলো। এ রকম কিডন্যাপ খুন রক্তারক্তি নিয়েই সিনেমা এগিয়ে যাচ্ছিলো। ইন্দ্রনীল একজন সিরিয়াল কিলার আর জয়া একটি পত্রিকার ক্রাইম রিপোর্টার। ইন্দ্রনীল এই মুভিতে যত খুন করছে তা মনে হয় তার সারা জীবনের সব মুভি মিলিয়েও এত খুন খারাপি করেনি। সে মুলত শহিদুজ্জামান সেলিমের আন্ডারে কাজ করে।

সেলিম দুষ্ট লোক মানে গডফাদার আর কি। মানুষ কে মেরেই তার শান্তি। গার্ল ফ্রেন্ড একদিন বলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। তার সোজা কথা ভালো সংবাদ যাও abortion করাই ফেল। নায়ক নায়িকা যেই রুলেই থাকুক।

সিনেমার সম্পূর্ণ অংশ দখল করে রেখেছেন সেলিম। তার অভিনয় ছিল অসাধারণ। প্রতিনিয়ত কোলবালিশে ভরে টাকা নিয়ে তা দিয়ে আসে তার বস এটিএম সামসুজ্জামানের কাছে। এটিএমের প্রশ্ন কিরে কোলবালিশের সাইজ ছোট কেন? আমার ঘুম কেমনে হইবো? সেলিমঃপরবর্তীতে ডাবল এক্সেল সাইজ নিয়ে আসবো বস। প্রতিটি ডাইলকেই তিনি মানুষের হাততালি পেয়েছেন।

জয়া একদা সেলিমকে নিয়ে পত্রিকায় রিপোর্ট করতেই জয়ার পেছনে লেগে যায় সেলিম। অতঃপর জয়াকে খুন করার জন্য তার কাছে পাঠায় ইন্দ্রনীলকে। তারপর? তারপর? ২জনের কি প্রেম হয়ে যায়? নাকি আসলেই খুনটা করে ফেলে? না আর বলবনা.............. বাকিটা টাকা দিয়ে দেখবেন। দুনিয়াতে কোন কিছুই মাগনা না। সিনেমা শেষ হওয়ার পর আমার ৫ বছরের আদরের চাচ্চু তিতীর্ষা বলতেছিল আরও দেখবো আরও দেখবো।

সিনেমা শেষ হয়ে যাওয়ায় সে একটু কষ্টই পাইছে। যাই হোক মুভি ভালো,না খারাপ, না বেশি ভালো তা কোনটাই বলবনা। তবে শেষ দিকটা অসম্ভব রকমের টুইস্ট সমৃদ্ধ সুন্দর ছিল। Whomayun Sadhu আপনি শেষ সিনে যা করলেন তার জন্য ১০০ টাকা ফ্লেক্সি দেয়া উচিত আপনাকে। জয় সাধু ,জয় গুরু, জয় বাংলা সিনেমা।

উল্লেখযোগ্য যা চোখে পড়লো *জয়া আহসান খুব সুন্দর *শহিদুজ্জামান সেলিম একজন অসম্ভব ভালো অভিনেতা *বাংলা সিনেমার নতুন সূর্য দেখা যাচ্ছে। (সবাই হলে গিয়ে সিনেমা দেখবেন আশা করি,তাতে নির্মাতারা উৎসাহিত হয়। আমাদের সিনেমা আবার ঘুরে দাঁড়াবে এই আমার দৃঢ় বিশ্বাস) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.