আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিতের জন্য গান "রাম-রহিমের দেশে আমি হিন্দুর সন্তান "

সেদিনের ঘটনা আমরা ভুলতে পারি না, ভুলতে পারবো না কোনোদিন। মাঝে মাঝে চিন্তা করি বিশ্বজিতের জায়গায় থাকতে পারতাম আমিও, আপনিও..। হরতালের ভিতর আমাদেরকেও বের হতে হয় অফিসে যাবার জন্য , মাঝে মাঝে মিছিলের ভিতর , পিকেটারদের ভিতর পরতে হয় আর তখনই ঘটতে পারে এমন কিছু... ওদের সাজা হওয়া উচিৎ মৃত্যুদন্ড, কিন্তু হয়তো হবে না কিছুই। কারন আসছে নির্বচনের আগে ওদের মতই দুর্ধর্ষ পশুদের দরকার হয় এদেশের নেতাদের। তাইতো ওদের ঐ মহড়া। মনে অনেক কষ্ট নিয়ে বলতে হয়, বিশ্বজিতের জায়গায় কেনো আমরা দেখতে পাই না সেই সব নেতাদের সন্তানদের ! যদিও এটা কাম্য নয়। মিডিয়ার কল্যানে, ওদের অভিভাবকদের তথ্যমতে যখন প্রমানিত ওরা কারা ! তখন সংস্লিষ্ট দলের পা চাটা কিছু নেতার বক্তব্যে আমরা বিস্মিত হই ... "রাম-রহিমের দেশে আমি হিন্দুর সন্তান আমার নাম বিশ্বজিত, বন্ধুরা মুসলমান কাপড় খুলে দেখো কোথাও ধানের শীষ নেই আমার বাপ-দাদাও ভোট দিয়েছে এই নৌকাতেই দোহাই লাগে চাপাতিতে কুপিওনা আর আমি নই জামাত-শিবির অথবা রাজাকার আমার খালেদা জিয়া, শেখ হাসিনার সাথে বিরোধ নেই আমার চৌদ্দ পুরুষের ভিটা এই বাংলাতেই রাম রহিমের দেশে আমি হিন্দুর সন্তান আমার নাম বিশ্বজিত বন্ধুরা মুসলমান" কথা,সুর ও কণ্ঠঃ প্রীতম আহমেদ। ধন্যবাদ প্রীতমকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।