নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে। আদিবাসিদের ভূমি দখল করে পূর্ণভাসন করা হয়েছিল বাঙ্গালীদের, পাহাড়িরা যখন তাদের ভূমির অধিকার ফিরে পাবার জন্য সংগ্রাম শুরু করে তখন রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় জন্ম নিয়েছে বাঙ্গালী সমাধিকার আন্দোলন নামক একটা পেটুয়া বাহিনি।চিহ্নিত মাস্তান অপরাধ প্রবণ দুষ্ট প্রকৃতির মানুষেই হচ্ছে এই সংগঠনের নেতা।যারা ৩৫/৩৬ বছর ধরে পাহাড়ে আদিবাসি নারী ধর্ষণ, খুন ভূমি দখল, আদিবাসিদের ঘরে অগ্নি সংযোগসহ এমন কোন অপরাধ নেই যা তার করেনি।মজার বিষয় হলো এই সংগঠনের নেতারা কেউ আওয়ামীলীগ, কেউ বিএনপি কেউবা জামায়েত জাতিয় পার্টি, অপরাধে কাজে তারা এক ও অভিন্ন।আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চায়, এই সমাধিকার আন্দোলনের সাথে বৃহত্তর বাঙ্গালী মেহনতি মানুষের কোন সম্পর্ক নেই।এরা হচ্ছে সেই সব কুরাঙ্গারদের বংশধর, যারা সমতলেও ভুমিদস্যু হিসিবে পরিচিত।একটা পরিসংখ্যান দিলেই বুঝা যাবে, দেশে চরের জমি মোট জমির ১.২শতাংশ অথচ এই জমির ৯৩শতাংশ দখল করে আছে ২৩ভাগ ভুমিদস্যু আর ৭ ভাগ মাত্র ভুমিহীনদের দখলে।অতএব পাহাড়ি জনগোষ্ঠীর ভুমির সংগ্রাম আর সমতলের ভুমিহীন মানুষের সংগ্রাম এক ও অভিন্ন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।