আমাদের কথা খুঁজে নিন

   

৪র্থ বাংলা ব্লগ দিবস এবং একজন সাধারন ব্লগারের নতুন অভিজ্ঞতা...

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ১৮ই ডিসেম্বর রাত থেকেই নিয়েছিলাম ব্লগ দিবসে যাবার পূর্ব প্রস্তুতি। ওখানে গিয়ে কি কি করব,কেমন হবে ওখানকার প্রোগ্রাম,কেমন হবে অচেনাদের মেলা। এসব ভাবতে ভাবতে কখন যে রাত পেরিয়ে গেল বুঝতেই পারিনি।

সকালে উঠে ভার্সিটি মিস দিয়ে বাসায় বসে একটা পোষ্ট দিলাম ব্লগ দিবসে যাবার আগে। খুব একটা সারা পেলাম না,একটু দমে গেলাম। তবু মনে অনেক আশা নিয়ে তিনটার দিকে রেডি হলাম যাবার জন্য। দুয়েক জন বন্ধুকে বললাম আমার সাথে যাবার জন্ন,কিন্তু কাউকেই পেলাম না। অগত্যা একাই রওয়ানা দিলাম।

পৌঁছে গেলাম ৫টার অনেক আগেই পৌঁছে গেলাম। বুঝলাম না আমাকে কেন জ্যামে পেলনা?? খুজে বের করলাম আর সি মজুমদার মিলনায়তন। কাউকেই পেলাম না সেখানে,বুঝলাম আমিই প্রথম আগন্তুক যে সময়ের আগেই এসে পৌঁছেছে। একজনকে জিজ্ঞাসা করে জানলাম যে আমি ঠিক জায়গাতেই আছি। ৫টার কিছু আগেই দেখলাম দুএকজন আমার মত আশেপাশে ঘুরাফের করছে,জানতে পারলাম তারাও আমার মত অভাগা ব্লগার।

একটু পরেই দেখলাম মটরসাইকেল সহযোগে মডু (মাননীয় মডারেটর) ও তাঁর সাঙ্গপাঙ্গরা হাজির। সবার সাথে অডিটরিয়ামে ঢুকে বসলাম। তখন ব্লগার সংখ্যা মাত্র ৩ জন। স্বেচ্ছাসেবকরা ব্যস্ত হয়ে পরলেন আয়োজনে। কিন্তু কি আয়োজন করবেন সেটাই যেন তারা বুঝতে পারছিলেন না,কারন আয়োজনের সবকিছুই তাখনও জ্যামে আটকে ছিল।

সেই ফাকে মডু ও অন্য দুয়েকজন এসে আমদের সাথে একটু পরিচিত হয়ে গেলেন। ৫টা ততোক্ষণে বেজে গেছে। অনুষ্ঠান যখন শুরু হবার কথা,তখন আয়োজনই শুরু হয় নি। সাড়ে পাঁচটার সময় এলেন ব্লাড ডোনেট ক্যাম্প। প্রথম রক্ত দিতে গেলেন আমাদের প্রথম ৩ জনেরই একজন।

তারপর থেকে আসতে শুরু করলেন ব্লগারেরা। তারা অনেকেই দেখা গেল পূর্ব পরিচিত। তাই তারা সবাই আলাপচারিতায় মেতে উঠলেন। সেই সাথে জমে উঠল ছবি তোলার উৎসব। কত রকম পোজই না দিচ্ছিলেন নামীদামী ব্লগাররা।

আমার মত অধম নতুনদের কেউ পাত্তাই দিলেন না। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কার সাথে আলাপ জমাতে ব্যর্থ হলাম। দেখলাম নামিদামি সব ব্লগাররা আমারি সামনে আড্ডায় মত্ত,নিজেকে তখন খুব অসহায় মনে হল। খুজে পেলাম না ওখানে যাবার কোন সার্থকতা। অনুষ্ঠান শুরু হল সাড়ে ছটার দিকে,পোস্টার আসল তাও আবার বানান ভুল।

অনুষ্ঠানের কোন শৃঙ্খলা দেখলাম না। এটা কি আয়োজকদের ব্যর্থতা নাকি উপস্থিত ব্লগারদের সেটা ঠিক বুঝলাম না। আয়োজক এবং নামি ব্লগারদের দেখলাম সবাই "জানা আপু"র জন্য অপেক্ষা করচে,কিন্তু ৭টার সময়ও তাঁর দেখা নাই। সেই অপেক্ষার অবসান হলো ৮টার দিকে। অবশেষে সেই কাঙ্খিত মুখের দেখা মিলল,সাথে তাঁর পরিবার।

তাঁর আসার আগেই অবশ্য অনুষ্ঠান সাময়িকভাবে শুরু হয়েছিল। ফটোগ্রাফারদের ফোকাচ আগে ছিল নামি ব্লগারদের দিকে এবার গেল "জানা আপু"র দিকে। এতকিছুর মাঝে আমার মত নতুনদের জায়গাই খুজে পেলাম না। তবু ধৈর্য ধরে বসে রইলাম শেষটা দেখার। অনুষ্ঠানের বক্তাদের বক্তব্য ভালই লাগল,সিনিয়র ব্লগাররাও ভালই বক্তব্য দিলেন।

মডু এবং ব্লগারদের রম্য বিতর্কটা বেশ উপভোগ করেছি। মাঝখানে নাস্তা হিসেবে পিঠা এবং সবশেষে সামহয়্যারইন ব্লগের প্রতিষ্ঠাতা "অরিল্ড"সাহেবের বক্তব্য ও শুরুর সময়কার সবার পরিচয় পেয়ে মনে হল যে "সব ভাল যার শেষ ভাল তার"। এভাবেই আমার দেখা ১ম (আসলে ৪র্থ) বাংলা ব্লগ দিবসের সমাপ্তি ঘটল। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।