ভালো লাগে রাস্তায় একা একা হাঁটতে , একা মুভি দেখতে অথবা প্রিয় গানে হারাতে ।আমার সবচেয়ে বড় বন্ধু আমি । পৃথিবীর সবচেয়ে বেশী ভালো লাগে আমাকে।"usually a few no of frnd like me but, nobody loves me."সবাই চঞ্চল বললেও আমার কাছে আমি ধীর । আগবাড়িয়ে কিছু করতে যা ভালবেসেছ? তা অনেকেই বাসে! তুমি যেও চলে আমার সীমান্ত পেরিয়ে যেখানে রবনা আমি সেই প্রান্তে আমাকে হারিয়ে। সত্যিইত আমি এক প্রতারক কিছুই দেইনি তোমারে নিয়ে গেছি স্বার্থপরের মত সবকিছু ছিনিয়ে তোমার বিশ্বাস তোমার সান্নিধ্য,দিয়েছি গুড়িয়ে। জানি আমাকে ছেড়ে তুমি চলে যাবে! স্বপ্নেও রাখনি তা বাধিয়ে চলে যাবো আমি সীমান্ত পেরিয়ে,হারিয়ে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।