উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা কি ভাবে আমরা ময়লা ফেলছি, নর্দমা অপচনযোগ্য বর্য দিয়ে ভরিয়ে ফেলছি, তাতে রীতিমত সাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা বহুলাংশে আসন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজর মোর ফুটপাথ হকারের দখলে, ফুটপাতে ফল ওয়ালা হলে তার সব বর্জ, নিকটস্থ নর্দমা নয় একেবারে তার সামনে সর্তায় সে ফেলছে। দেখার কেউ নেই(পুলিশ ই তো তাকে দৈনিক বিনিময়ে বসায়), চট্টগ্রাম নিউ মারকেট, হকারদের ফুটপাত দখল, তাই পথচারি রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছে এবং নিজের বিপদ ডেকে আনছে। শুধু নিজের বাসা ও কাপড় - চোপড় পরিষ্কার থাকলে হবে না। পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন না হলে, বিপর্যয় আসন্ন, ঠেকানো যাবে ন। ছবি দেখুন, স্থান চৌমুহনী, আগ্রাবাদ থেকে আগ্রাবাদ লিংক রোড এর ময়লা নিষ্কাশনের অবস্থা। সব শহরে একই অবস্থা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।