আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট-১৯৭৩: পুনর্বিচারের বিধান, আইন ও যুদ্ধাপরাধী জোট কি বলে?

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব। যেহেতু বিচারক পরিবর্তিত হয়েছে, বিচার কি আবার নতুন করে শুরু করতে হবে? আইন কি বলে? ১৮ দলীয় যুদ্ধাপরাধী জোট কি বলে? না জানলে জেনে নিন...। আইনে পুনর্বিচারের বিধান নেই। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট-১৯৭৩ এর ৬(৬) ধারা অনুযায়ী - " A Tribunal shall not, merely by reason of any change in its membership or the absence of any member thereof from any sitting, be bound to recall and re-hear any witness who has already given any evidence and may act on the evidence already given or produced before it. " যার সহজ বাংলা অর্থ করলে দাঁড়ায় কোন কারনে বিচারক পরিবর্তিত হলে বা অন্য কোন সদস্য পরিবর্তিত হলে অথবা কোন কার্‌য দিবসে কোন বিচারক অনুপস্থিত থাকলেও সাক্ষ্য গ্রহন, প্রমানাদি অথবা অন্য কোন কিছুই পুনরায় শুনানি বা নতুন করে যাচাই করতে হবেনা। বিচারক পরিবর্তন বা আদালতের কাঠামো পরিবর্তিত হলে বিচারাধীন মামলা সর্বশেষ যে পর্যায়ে ছিল, সে পর্যায় থেকে শুরু হয়।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৬(৬) ধারায় বলা হয়েছে, যেকোনো কারণে ট্রাইব্যুনালের কাঠামোতে পরিবর্তন এলে বা কোনো সদস্য বিচারকাজে অনুপস্থিত থাকলে, সে সময় থেকে সাক্ষ্য দিয়ে গেছেন এমন কোনো সাক্ষীকে আবার সাক্ষ্য দিতে বা পুনঃশুনানির জন্য ডাকতে ট্রাইব্যুনাল বাধ্য নন। ইতিমধ্যে যেসব সাক্ষ্য নেওয়া হয়েছে, ট্রাইব্যুনাল সেসব সাক্ষ্যের ওপর ভিত্তি করে কার্যক্রম চালাতে পারবেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবিরের মতে, যেভাবে পারে বিচার বিলম্বিত করার জন্য আসামিপক্ষ পুনর্বিচারের আবেদন করছে। তিনি বলেন, ‘আসামিপক্ষের আইনজীবীরাও জানেন, বিশ্বের কোথাও বিচারক পদত্যাগ করলে নতুন করে মামলার বিচার শুরু হয় না। কিন্তু সময় নষ্ট করাই তাদের উদ্দেশ্য।

’ তার পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের আবেদন করছে আসামিপক্ষ। ইতিমধ্যে গতকাল বুধবার তারা একটি আবেদন জমা দিয়েছে। ব্যা ব্যা কইরা জামাত-বিএনপির ব্যারিষ্টাররা এত দিন ধরে আইন জানার পরেও উনারা একটা মিথ্যা কথাই বলেছেন ট্রাইব্যুনাল নিয়ে- তারা কি নকল কইরা পাসদিছেন? আর কিছু বলার আছে এই বিষয় নিয়া??  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.