আমাদের কথা খুঁজে নিন

   

গার্লফ্রেন্ড রে ফুল দিতে গিয়া তার খালারে দিয়া দিছি , দৌড়ের উপ্রে আছি ।

প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র আমার গার্লফ্রেন্ডের , আমাকে কোন ভাবেই দায়ী করা যাবে না । আমার আর কফাল , যেদিগে যাই সেদিকেই সাগরের পানি শুকায়া মরুভুমি হয়া যায় । কত সাগররে মরুভূমি বানাইলাম কিন্তু এ পর্যন্ত একটা মরুভূমিরেও খাল বিল কিছু বানাইতে পারলাম না । অনেক চিন্তাতে আছি , জিএফ এর লগে আবার রিলেশন ব্রেক হইয়া যায় নাকি ! ঘটনা হইলো ফুলের বাজার বেজায় চড়া , হু হু করে ফুলের দাম বাড়তাছে প্রতিদিন অথচ এদিকে সরকারের কোন মনযোগ নাই । ফুলের দোকানের মামারে অনেক বুঝায়া শুনায়া একটা স্টিক ভাঙ্গা রজনীগন্ধা আর কয়েকটা পাপড়ি পরে যাওয়া গোলাফুল কিনলাম দশ টেকা দিয়া ।

অরে কইলাম , জানু তুমি বারান্দায় থাকো আমি আইতাছি , ফুল কিনছি তোমার লাগি । ও খুশিতে গব গব হইয়া কয় আইচ্চা নিয়া আসো । আসার আগে ফুচকা আর দধি খাইয়া আসতে একটু দেরি হইছে । সন্ধার পর নিচ থেকে ওদের দোতালার বারান্দায় রজনীগন্ধা মারলাম । শালার রজনী গন্ধা ভিতরে না ধুইকা আবার আমার মাথার উপর পড়ছে ।

grrrrrrrrrrr…… গোলাপ নিয়া প্রেমময় কন্ঠে মিয়াউ কইয়া মার্লাম বারান্দায় আর লক্ষ ভেদ্য করতে পারলাম । একটা ফুল পাঠাইলাম কিন্তু মিয়াউ এর জবাবে ফিরতি মিয়াউ না শুইন্যা একটু রাগ কইরাই রজনী গন্ধাটারেও মারলাম । ভিতর থেইক্যা জবাব আসল , এই কে রে ফুল মারতেছে ? আমি তখন আমি নাই , লুঙ্গি মাথার উপর উঠাইয়া দিলাম খিচ্চা দৌড় । যাক প্রানে বাঁচতে পারছি ওর জংলি খালামনির থাইকা । খালামনি আসছে আমারে আগে কইলেই তো আমি সতর্ক থাকতাম ।

খালা ওরে কইছে , ছেলেডারে চিনা চিনা লাগতেছে । এ এলাকার পোলাপাইন মুনে হয় । আমি আমার কাল্লু জ্যাকেট আর্তমানবতার সেবায় বুয়ার শীতার্থ ছেলেকে দান করিছি । ভাবী কয় এত প্রিয় জ্যাকেট দিয়া দিতাছ ক্যান ? আমি কইলাম আর্তমানবতার সেবায় তুমিও এগিয়ে আসতে পার । তোমার তো অনেকগুলো চাদর আছে ।

ও কয় না এগুলা সবগুলা জামার আর শাড়ীর সাথে ম্যাচিং করা দেওন যাইবো না । হালকা পাতলা জ্ঞান দিয়া কইলাম , আমি বড় মহৎ । মানবতার সেবা করতে বড়ই প্রান টানে । সব সময় সময় সুযোগ হয় না । এবারে এ সুযোগ আমি হেলায় হারামু না ।

মনে মনে কইলাম , যাক বাবা অভিশপ্ত জ্যাকেটটাকে বিদায় করতে পারলাম । আন্টি যতদিন আছে ততদিন একটু অন্য গেটাপে চলতে হপে । মাথায় একটা ক্যাপ ও লাগামু । বাঁচতে হপে ওর জংলি খালার থেকে । আন্টি যদি খানা খাদ্যির দাওত দেয় কি করমু বুঝতাছিনা ।

ছেলেরা যে হিজাব পড়েনা , আপসুস বড় আপসুস । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।