shohoj shorol vabe shob kichu vabi /jotil vabe vabte parina / আমি সবুজ চুড়িকে হাতে নিয়েছি ফিতাকে দিয়েছি গোলাপের নির্যাস ……। রিনরিনে হাসির মাধবিলতাকে ছুটি দিয়েছি আজ সাথী করেছি বকুলের আশ …………। সন্ধ্যা বেলায় রাজকুমারীর মত আলোয় হেঁটে চলেছি দীর্ঘ পথ বুকের মধ্যে জমে থাকে নীলিমার নিঃস্বতা কেউ থাকে না কেউ আসে না ……… সাথী শুধু নিজের ছায়া আর নিলীমার আদিগন্ত নিঃস্বতা …… তবু ক্ষীয়মাণ চাঁদের পাশে আমি একেলা আবার বুকের ভেতর জেগে উঠে হাসনাহেনার ছায়া বেদনায় লাল আর নীলে ক্ষয় হতে হতে জেগে ওঠে মধ্যরাত………। যে আমার কখনই নয় সে আমার প্রিয় হয়ে বর্ষার আলোয় ভোরের শিশির হয়ে অথবা কদম ফুলের মত ফুলেল যে সে আসে পাশে আমার ভীষণ ভীষণ প্রিয় হয়ে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।