আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ ঃ বাংলাদেশ ক্রিকেট টিম আর ফাকিস্থান সফর

আমি জানি আমার শেষ কোথায় ; যেখানে আমার শুরু প্রথমেই বলে রাখি পোস্ট টা একটু অস্বস্তি নিয়েই দিছি। কারণ ফাকিস্তান এর বিরুধে কিছু বললে কিছু কুলাঙ্গারের শরীর জ্বলে। আর যাকে তাকে ভাদা ট্যাগ দিয়ে দেয়। আসলে ফাকিস্থান আর ভারত কাউকেই আমার পসন্দ না এবং নীতিগত ভাবে আমি এই ২ জারজ এর বিরুধে । যাই হউক।

আমার আজকের প্রসঙ্গ হল বাংলাদেশ ক্রিকেট টিম কেন ফাকিস্থান সফর করবে??? এই সরকার আসার পর থেকে আমাদের প্রানের ক্রিকেট টিম নিয়ে একের পর এক নাটক/ তামসা করে চলছে। আমার এখনো মনে আছে পারফরম্যাঞ্ছ এর দোহাই দিয়ে সাকিব তামিম কে অধিনায়ক আর সহ-অধিনায়ক পদ থেকে ছুড়ে ফেলা হয়েছিল। ICC নির্দেশ অনুযায়ী কোন রাজনৈতিক সদস্য বোর্ড সভাপতি হতে পারবে না । কিন্তু আমাদের দেশে এই নিয়ম মানাই হয় না আমাদের দেশে প্রথম এ এমন এক মানুষকে বোর্ড সভাপতি বানানো হল যার ক্রিকেট বিদ্যা নাই বললেই চলে। সেই লোটা কামাল আমাদের ক্রিকেট নিয়ে উল্টা পাল্টা, নিজের ইসছা মত মতামত দিয়ে ক্রিকেট এর ১২ টা বাজাইসে।

নিজের স্বার্থ এর জন্য ম্যাচ সম্প্রচারের জন্য নিও নামক ফালতু এক চ্যানেল এর সাথে ফালতু চুক্তি করে বোর্ড এর আয় কমাইসে। আর পর ও সাদ মিয়ে নাই। উনার খায়েস হইসে ICC এর সভাপতি হবেন। আর এই জন্য ফাকিস্থানের পা চাঁটতে ও কোন সমস্যা নেই। উনি এবং উনার চেলারা যারা বোর্ড এর ক্ষমতায় আছেন তারা ফাকিস্থানের সেবা করার জন্য প্যান্ট খুলে বসে আছেন।

এর আগে একবার ফাকিস্থান সফর বাতিল করা হইসে আদালতের নির্দেশ এ । তারপর ও উনারা থামে নাই। ফাকিস্থান এর পা চাটার জন্য আবার তামসা শুরু করসে। আমি বুজি না মাননীয় প্রধানমন্ত্রী সব সময় রাজাকারদের বিরুধে কিন্তু এই খানে কান তিনি নিরব। যেখানে পৃথিবীর অন্য কোন দেশ ফাকিস্থান ট্যুর এ যায় না সেখানে আমাদের বোর্ড কর্মকর্তা রা বার বার কেন বাংলাদেশ ক্রিকেট টিম কে পাকিস্থান পাঠাইতে চায়।

এই ছেলেগুলার জীবনের কোন দামকি উনাদের কাছে নেই। যে দেশ মসজিদ এ হামলা হয় সেখানে আমাদের ক্রিকেট টিম কে পাথানর মানে কি। বোর্ড কর্মকর্তাদের এত ফাকিস্থান প্রিতি তো উনারা নিজে সেই প্রিতি মেটাক । আমাদের সম্পদ গুলা কেন উনারা হুমকির মুখে ঠেলে দায়। আমি তিব্র ভাবে ফাকিস্থান সফর এর প্রতিবাদ জানাছি এবং সমস্ত কর্মকর্তা যারা এই সফর এর জন্য দায়ী তাদের শাস্তি কামনা করছি।

বিঃ দ্রঃ অভ্র দিয়ে লেখার কারণ এ বানান এ কিছু ভুল থাকতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।