আরব আমিরাতে পাকিস্তানির ধর্ষণের শিকার ইথিওপিয়ার এক নারী আত্মহত্যা করেছেন। সম্প্রতি আমিরাতের দুবাইয়ে অবস্থিত ইথওপিয়া দূতাবাসের কনস্যুরেট অফিসে এ ঘটনা ঘটে।
সোমবার প্রকাশিত আমিরাতের পত্রিকাগুলো জানায়, মাত্র ৬ মাস আগে গৃহকর্মীর চাকরি নিয়ে দুবাই আসেন ওই ইথিওপীয় নারী (২৬)। ধারণা করা হচ্ছে, তিনি যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ি ত্যাগ করেছিলেন। এরপর পাকিস্তানি এক ড্রাইভার তাকে ধর্ষণ করে।
পরে কপর্দকহীন অবস্থায় তাকে ত্যাগ করে চলে যায় ওই পাকিস্তানি।
গত মঙ্গলবার সব হারানো ওই নারী ইথিওপীয় দূতাবাসে আসেন। পরদিন দূতাবাসের এক কর্মকর্তা সমস্যা সমাধানের চেষ্টায় তার সঙ্গে কথা বলেন। এসময় তাকে খুব আতংকিত দেখাচ্ছিল। তিনি ভীত ছিলেন যে তার আমিরাতি স্পন্সর তার সন্ধানে কনস্যুলেটে চলে আসবেন এবং তাকে নানান আইনি ঝামেলায় পড়তে হবে।
ধর্ষিত ওই নারী অনেকটাই মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কনস্যুলেট কর্মীরা জানায়। ।
এরপর তাকে আমিরাতে কাজ করতে এসে নানা সমস্যায় পড়া আরও কয়েকজন নারীর সঙ্গে একত্রে রাখা হয় কনস্যুলেটের ভেতরেই। শুক্রবার সকালে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মধ্যরাতের কিছু পরে তিনি বিছানা ছেড়ে উঠে কনস্যুলেটের ভেতরে নির্মাণাধীন একটি কম্পাউন্ডের যান।
এরপর একটি ক্যাবল নিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন।
দুবাই পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ব্যাপারে ইথিওপিয়া দূতাবাসের কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছেন। সিআইডি ঘটনা তদন্ত করছে।
পুলিশ ধর্ষক পাকিস্তানি নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।