বিজয় তুমি আসবে বলেই,
তোমায় নিয়ে লিখি।
বিজয় তুমি মুক্ত আশা,মুক্ত বনের পাখি।
বিজয় তুমি আমার মায়ের উড়ো একটা চিঠি;
যুদ্ধ শেষে মায়ের কাছে এনোছো আমার দিঠি।
বিজয় তুমি আসবে বলেই,
বালাম ধানের খই-
মা ভেজেছে পদ্মা ইলিশ,আমি লিখেছি বই।
বিজয় তুমি গান-কবিতায় বিদ্রোহী গান গাওয়া;
বিজয় তুমি এসেছো বলেই দিচ্ছি তোমায় ছোঁওয়া।
বিজয় তুমি পার করেছো রক্তে রাঙানো পথ,
বিজয় তুমি শহীদ ভাইয়ের বজ্রদীপ্ত শপথ।
বিজয় তুমি আসবে বলেই, উড়ছে রঙিন ঘুঁড়ি,
বিজয় তুমি ছোট্ট খুকির চাঁদের দেশের বুড়ি।
বিজয় তুমি আকাশপানে আতশ্ বাজির খেলা,
কখোনও বা রং তুলিতে পার করে দাও বেলা।
বিজয় তুমি আসবে বলেই কবি গুরর গান-
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,নদেয় এল বান।
বিজয় তুমি বিদ্রোহী সুর নজরুলের ঐ বীনা,
বিজয় তুমি জীবনানন্দের রুপসী বাংলা চেনা।
বিজয় তুমি আসবে বলেই,
তোমায় নিয়ে লিখি।
বিজয় তুমি মুক্ত আশা,মুক্ত বনের পাখি।
বিজয় তুমি আমার মায়ের উড়ো একটা চিঠি;
যুদ্ধ শেষে মায়ের কাছে এনোছো আমার দিঠি।
বিজয় তুমি আসবে বলেই,
বালাম ধানের খই-
মা ভেজেছে পদ্মা ইলিশ,আমি লিখেছি বই।
বিজয় তুমি গান-কবিতায় বিদ্রোহী গান গাওয়া;
বিজয় তুমি এসেছো বলেই দিচ্ছি তোমায় ছোঁওয়া।
বিজয় তুমি পার করেছো রক্তে রাঙানো পথ,
বিজয় তুমি শহীদ ভাইয়ের বজ্রদীপ্ত শপথ।
বিজয় তুমি আসবে বলেই, উড়ছে রঙিন ঘুঁড়ি,
বিজয় তুমি ছোট্ট খুকির চাঁদের দেশের বুড়ি।
বিজয় তুমি আকাশপানে আতশ্ বাজির খেলা,
কখোনও বা রং তুলিতে পার করে দাও বেলা।
বিজয় তুমি আসবে বলেই কবি গুরর গান-
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,নদেয় এল বান।
বিজয় তুমি বিদ্রোহী সুর নজরুলের ঐ বীনা,
বিজয় তুমি জীবনানন্দের রুপসী বাংলা চেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।