আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রীর সবুজ শাড়ি ,খুনির লাল হাত এবং রাজাকারের মূত্রপান

স্বাগতম আমার নষ্ট করা কাগজের ভীড়ে ।  ১. আজ বিজয় দিবস । বারোটা থেকে স্মৃতিসৌধে নামবে মানুষের ঢল । এ জিনিসটা বেশ চরম লাগে বিশ্বজিত্‍ এর । আর তাই সে চিন্তা করেছে আজ ঠিক বারোটা পর্যন্ত খোলা থাকবে তার দর্জির দোকান ।

তার কাছে কাপড় আছে । বারোটার আগেই সেলাই হয়ে যাবে পতাকা । সেটা মাথায় বেধে কিংবা হাতে নিয়ে সেও মিশে যাবে জনতার ভিড়ে । কিন্তু বিধিবাম !! এর আগেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নামে একটা দলের কতিপয় ছেলে হত্যা করে তাকে । বিজয়ের দিনে কুচকাওয়াজে দেখা মেলে সেই খুনিদের ।

নেত্রির পাশে জবুথবু হয়ে দাড়ানো । তার সবুজ শাড়ির পিছনে খুনে লাল হাত মিশে যায় নেত্রীর শাড়ির লাল আচলের সাথে । ২. দেহ রাংগানোর রং কিনেছি , লাল সবুজের সং সেজেছি , দিয়েছি একে পোস্টারেতে রং । মাথায় টুকরা নিশান পড়েছি , হাতে লালচে গোলাপ নিয়েছি , দেখব বেশ দেশপ্রেমিকের ঢং । কিন্তু আগে কাজ করে নি , রাজাকারে টুটি ছিড়ে নি , কেটে দেই তার নির্লজ্জ বাড়া ।

আজকে তোরা ফাসিতে ঝুল , লজ্জাবনত মুখটাতো তুল , মূত্র পানে আবার একটু দাড়া ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.