জীবনকে এমন ভাবে সাজান যেন আপনার ব্যক্তিগত ডায়েরীটা কখনো লুকাতে না হয়। আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে আমাদের প্রিয় জন্মভূমি স্বাধীন হয়েছিল।
আজ এই খুশির দিনে নিশ্চয় আমি একটি আবদার বা আবেদন করতে পারি।
মুক্তিযোদ্ধা, যারা ১৯৭১ সালে জীবন বাজি রেখে আমাদের জন্য একটি সুন্দর ভবিষ্যতের আশায় মুক্তির যুদ্ধে অংশগ্রহন করে এই বাংলাদেশ নামের দেশটি নাম পৃথিবীর বুকে সেটে দিয়েছিল উনাদের জন্য আমরা কি করেছি? কি করছি? কি করতে পারি??
কি করেছি??
মুক্তিযোদ্ধা কৌটা করেছি, ভাতা দেই।
কি করছি?
আগের গুলোই।
কি করতে পারি??
অনেক কিছু।
আমার আবদার হচ্ছে - জীবিত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন বা ভাতা দিয়ে সাহায্য নয়, উনাদের জন্য বিলাস বহুল জীবনের ব্যবস্থা করা হউক, গাড়ী-বাড়ী সব দেওয়া হউক, আমরণ উপার্জনের অধিকতর সহজ একটি রাস্তা করে দেওয়া হউক।
মুক্তিযোদ্ধার ছেলে-মেয়েদের জন্য কৌটা আমি চাই না। আমি চাই অন্তত যেসব মুক্তিযোদ্ধা আছে উনাদের যেন আমরা সর্বোচ্চ সুখের সন্ধান দেওয়া হউক।
আমি জানি অনেক খরচের ব্যাপার। কিন্তু তার চেয়ে উনাদের দাম অনেক বেশী। যেই দাম আমরা সারাজীবন দিলেও পোষাতে পারব না।
আমরা যারা আছি তারাও চাইলে উনাদের সাহায্য করতে পারি। আপনার এলাকায় যদি কোন মুক্তিযোদ্ধা থেকে থাকে তাহলে উনাকে আপনি সাহায্য করুন সাথে অন্যদের সাহায্য করতে বলুন।
আজ থেকে যেন কোন মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য ভিক্ষা করতে না হয়, কোন মুক্তিযোদ্ধাকে রিকশা চালিয়ে ভাত খেতে না হয়, কোন মুক্তিযোদ্ধা দেশ কেন স্বাধীন করলাম বলে আফসোস না করে, কোন মুক্তিযোদ্ধা যেন স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত না হয়। অন্তত জীবিত মুক্তিযোদ্ধারা।
খুব আফসোস লাগে যখন দেখি তাদেরই গাড়িতে দেশের পতাকা যারা ১৯৭১ সালে প্রাণের ভয়ে দেশ স্বাধীন না করে বিদেশে পালিয়েছি।
আফসোস লাগে তখনই যখন দেখি রাজাকারদের অর্থের কোন অভাব নেই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।