https://www.facebook.com/tanvir.mh ডিসেম্বর ১৯৭১। বিজয় প্রায় আসন্ন। জন্ম নিবে নতুন একটি দেশ। জন্ম নিবে একটি সোনার বাংলা। একটি স্বাধীন বাংলা।
পরবর্তী প্রজন্ম গর্বের সঙ্গে মাথা উচু করে বেচে থাকবে যেই বাংলায়।
আজ আমি বেচে আছি সেই স্বাধীন বাংলায়,যেই বাংলার স্বপ্ন দেখেছিলো লাখো মুক্তিযোদ্ধারা। মাথা উঁচু করে আজ নিজের পরিচয় দেই "আমি এক গর্বিত বাঙালী"।
গলা ফাটিয়ে,চোখের জলে গেয়ে চলি "আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি"।
একটা আফসুস থেকেই যাবে,প্রাণপ্রিয় দেশটির জন্মের সময় আমাদের জন্ম হয়নি।
নিজেকে অনেক স্বার্থপর মনে হয় দেশটির দিকে তাকালে। নিজের জীবন দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন দেশ দিয়ে গিয়েছে আর আমরা সেই দেশটিকে সুন্দর করে রাখতে পারিনা।
১৯৭১ সাল থেকে ২০১২। যোগ বিয়োগ করলে দাড়ায় ৪১ টি বছর। একটি মানুষের জন্ম হয় ২টি মানুষের ইচ্ছায় কিন্তু একটি দেশের জন্ম হয় কোটি কোটি মানুষের সম্মিলিত প্রয়াসে।
আমাদের বাংলাদেশ যেন তেমনি। রক্তে রক্তে ৯ মাস রঞ্জিত হয়ে জন্ম নিয়েছে সোনার দেশটি। ১৬ ডিসেম্বর এর সূর্যটি যেন সব শহীদের লাল রক্ত এক হয়ে উঠেছিল সেদিন বাংলার পূর্ব আকাশে। প্রত্যন্ত গ্রামের কথা বলতে না পারা বালকটিও গলা ফেটে বলতে চেয়েছিল “জয় বাংলা”। ছোট দেশ হলেও আজ আমরা স্বাধীন।
এর থেকে বড় পাওয়া আর কি আছে আমাদের?হাটি হাটি পা পা করে দেশটি আজ বড় হচ্ছে। কত মায়ামমতা,আবেগ,ভালোবাসা জড়িয়ে এই দেশটি নিয়ে। মাঝে মাঝে ইচ্ছে হয় আবার স্কুলে ফিতে যাই কারণ স্কুলে থাকতে প্রতিদিন সকালে জাতীয় সংগীত গাওয়া হতো। দিনটি শুরু হতো নতুন এক উদ্দীপনায়। এত সুন্দর কেন আমাদের জাতীয় সংগীতটা? বুকের ভেতরে গিয়ে লাগে একদম যখন বেজে উঠে…..
“আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।
ও মা, ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে–
(মরি হায়, হায় রে)
ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে,
(আমি) কি দেখেছি মধুর হাসি। ।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো–
কী আঁচল বিছায়েছ
বটের মূলে, নদীর কূলে কূলে। ।
মা তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো–
(মরি হায়, হায় রে)
মা, তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন জলে ভাসি। । ”
অনেক সমস্যা,বাধা বিপত্তি পিছনে ফেলে আমার সোনার বাংলা আরও সামনে এগিয়ে যাবে। নিজে যে কাজটা করছি আমরা,প্রত্যেকে সেই নিজের কাজটাকে ভালোবেসে ঠিকভাবে করে যেতে পারলেই এই দেশ একদিন বিশ্ব মানচিত্রে আলোকিত এক দেশ হয়ে থাকবে। ৩০লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ।
আমরা হেরে যাবনা। জয় আমাদের আসবেই।
জয় বাংলা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।