Everyone is entitled to my opinion. চারিদিকে হচ্ছেটা কি? আমরা কি নিজেরাই নিজেদের ধ্বংস না করা পর্যন্ত থামব না। ঘন্টা দুয়েক আগে আমেরিকার অঙ্গরাজ্য কানক্টিকাটের বাচ্চাদের এক স্কুলে (কিন্ডার গার্টেন থেকে চতুর্থ শ্রেনী) বন্ধুকধারীর গুলিতে এখন পর্যন্ত ২৭ জব নিহতের খবর পাওয়া গেছে। এদের বেশিরভাগই একটি নির্দিষ্ট কিন্ডারগার্টেন ক্লাসের বাচ্চা। বন্ধুক ধারীর পরিচয় আপাতত যেটুকু পাওয়া গেছে তাতে জানা গেছে তার বাচ্চাও ঐ স্কুলে পড়ে। ব্যস, এটুকুই। লিঙ্ক: Dozens dead, including 18 children, in Connecticut school shooting: Reports
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।