আমাদের কথা খুঁজে নিন

   

সুখের খোজে--------

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । সুখ ছোট্ট একটা প্রজাপতি যার রয়েছে ডানায় ডানায় উড়ে বেড়াবার দীপ্তি । ছোট্ট একটা কুড়েঘর যেথা রয়েছে আদর মাখানো মায়াবী এক চাদর । সুখকে খুজি টিনের চালে বৃষ্টির তালে তালে ঝুপঝুপ করে ঝড়ে পড়ে সে ভীষণ হেলেদুলে । সুখ কখনো প্রিয়ার চোখে অকারণ অভিমান কাগজের বুকে আঁকা হলে দেখি শত বেদনার গান । সুখ কি তবে বাড়ির উঠোনে বাতাবি লেবুর ঘ্রাণ ? বাবার চোখের চশমা আর মায়ের মুখ রাঙানো পান ? সুখ কি তবে বিকেলবেলা বন্ধুর সাথে হেটে চলা ? নাকি ছাদের কোণে দাড়িয়ে একা মেয়েটিকে আড়চোখেই দেখা ? সুখ, সে বড়ই বিচিত্র হারিয়ে তাকে খুজে পাবার নেই কোন সূত্র ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।