আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে আসুন মাধবপুর লেক (শ্রীমংগল)

পরিক্ষা দিয়ে বাসায় আসলাম। বাসায় বসে অলস সময় কাটাচ্ছি এমন সময় বন্ধু এসে বল্ল চল ঘুরে আসি। আমি রাজি হয়ে গেলাম এবং বল্লাম কোথায় যাবি? বন্ধু বল্ল এখনও ঠিক হয়নি,কলেজে চল অন্য বন্ধুরা অপেক্ষা করছে। কলেজে গিয়ে তদের সাথে তর্ক হল কোথায় যাওয়া যায়?আমি প্রস্তাব দিলাম শ্রীমংগল যাওয়ার জন্য তারা রাজি হল। সমস্যায় পড়লাম কিভাবে যাব?তখন বিকাল ৪ টা বাজে।

সিদ্ধান্ত হল উপবন ট্রেনে যাব। নির্ধারিত সময়ে ট্রেনে ওঠলাম। ট্রেন পৌছল রাত ৩ টায়। সকালের জন্য অপেক্ষা করছি,সময় কাটে না,আমরা ষ্টেশনে হাটতে লাগলাম। ষ্টেশনের প্লাটফর্মে হঠাৎ এক সুন্দরী তরুণী দেখতে পেলাম।

তরুণী পরিবারের সাথে দাড়িয়েছিল । আমরা ভাব নিয়ে এগিয়ে গেলাম । সেখানে ঘটল মজার ঘটনা । আমাদের ভাবমারা দেখে আমদের এক বন্ধু তার হাওয়ার টাণ্কি থেকে বিকট শব্দে এক হাওয়া ছাড়ল আমড়া লজ্জায় হাসব না কাঁদব বুঝতে পারি নি । অগত্যা সেখান থেকে চলে আসলাম।

তারপর সকাল হল আমরা নাস্তা খেয়ে সি এন জি নিয়ে লাওয়াছড়ার ওদ্দেশ্যে রওয়ানা হলাম। লাওয়াছড়ায় এসে দেখি গেট বন্ধ, হবে না কেন?এত সকালে মনে হয় পাখিও ঘুম থেকে ওঠে নি। তারপর আবার সি এন জি নিয়ে রওয়ানা দিলাম মাধবপুর লেক এ। লেকটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে পাত্রখলা চা বাগানে অবস্থিত। এটি শ্রীমঙ্গল থেকে ১০ কিলোমিটার পূর্বে এবং মৌলভীবাজার থেকে ৪০ কিলোমিটার দক্ষিনে।

অবশেষে আমরা সি এন জি নিয়ে মাধবপুর চা-বাগানে এ পৌছলাম । এ চা-বাগানেই রয়েছে ম্যানেজার এবং অ্যাসিট্যান্ট ম্যানেজারের সুদৃশ্য বাংলো। এখান থেকে লেকের দূরত্ব প্রায় ২০০ মিটার। চা-বাগানের ভিতর দিয়ে আমরা লেক এ পৌছলাম । এই লেক এর দৈর্ঘ আনুমানিক ৩ কিলোমিটার।

দূর থেকে তাকালে লেকের স্বচ্ছ-সুন্দর পানি দেখা যায় না। বাঁধের ওপর ওঠার পর মুহূর্তেই উঁচু নিচু পাহাড় উপত্যকার মাঝে ছবির মত সুন্দর মাধবপুর লেক ছুঁয়ে দিল হৃদয়ের গহিনতল। পাহাড়ের ওপর সেখান থেকে আবার চলে আসলাম লাওয়াছড়ায়। লাওয়াছড়া সম্পর্কে বিস্তারিত লিখলাম না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.