আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব
বিশ্ববিদ্যালয়য় শেখায় জীবন , দেয় ব্যাক্তিত্বের বিকাশ আর নারী দেয় পন্যের প্রসার আর পুরুষের রগ রগে অনুভুতি । আপনারা সবাই প্রথম অংশে আমার সাথে একমত হলেও নারী অংশের জন্য বলবেন আমি একটা নিম্ন মননের মানুষ ।
উপরের বিজ্ঞ্বাপনে এক এম বি এ ধারি তার ব্যাক্তিগত গাড়ি কেনার দুর্জয় সংগ্রাম এর কথা বলেছেন । রাজধানিস্থ বনানির চক চকে গাড়ি দেখে উনার জিব্বা কত বড় হয়েছিল সেই অনুভুতির কথা , বড়ই সংগ্রামী ও হৃদয়স্পর্শী এক গল্প । তার সাথে শরির বেকিয়ে এক মডেল( মনে হয় গার্ল ফ্রেন্ড বুঝাইতে চাইসে ) দারিয়ে আছেন বক্ষ যুগল উঁচু করে ।
চোখে ও তার মুখে এক আবেদনময়ি ডাক ।
আমার মনে হইল এমন ব্যাপার বুঝাতে চাইছে গাড়ি থাকলে নারী আসবেই । তাও হবে সেক্সি পিস , বেকাইয়া গাড়ি ধইরা দারাইয়া থাকবে ।
যদি পাঠ দানের সরবেচ্চ স্থান এই ফালতু মননের বিজ্ঞ্বাপন দিতে পাড়ে , ওড়া শিখাবে কি ছাত্র দের ?
প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে কেবল ব্যাবসায়িক মনোভাব নিয়ে মডেল ডেকে নিম্ন মননের কিছু থার্ড ক্লাস কলিকাতা হারবাল টাইপ বিজ্ঞ্বাপন দিয়ে , শিক্ষার চরম অপমান করেছে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া ।
ধিক্কার ধিক্কার , শিক্ষার সেই পাঠ্যস্থানের হর্তা কর্তাদের ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।