আমাদের কথা খুঁজে নিন

   

ইউনিভার্সিটি প্রীতি

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

( ভূমিকা : একবার একটা ভারতীয় বাংলা চ্যানেলে এক অনুষ্ঠানে ("টিফিনের ফাঁকে" নাম ছিল বোধহয়) দেখলাম কিছু ছেলে-মেয়েরা তাদের স্কুলকে নিয়ে একটা প্যারোডি গাইল। বেশ জনপ্রিয় গান "ফির ভি দিল হ্যায়..." -এর সুরে প্যারোডি করা । তখন ইউনিভার্সিটিতে পড়ি । দুম করে মনে হলো নিজের ইউনিভার্সিটিকে নিয়েই একই গানের উপর একটা প্যারোডি করলে কেমন হয় ! ব্যাস, যা ভাবা তাই । বয়স কম ছিল, আবেগ বেশী; ওই আবেগে ভর করে তীব্র বেগে লিখে ফেললাম প্যারোডি ।

ইদানীং প্যারোডিটা হঠাত করেই মনে পড়ে গেল। না, কোন পুরোন ডায়রী থেকে নয়, সম্পূর্ন স্মৃতি থেকে মনে করেই লিখছি; তবে মনে করতে খুব বেশী কষ্ট হয়নি । "ফির ভি দিল হ্যায়..." গানটা কম-বেশী জানা আছে নিশ্চয়ই ? তালে তালে মিলিয়ে নিয়ে গেয়ে দেখুন তো একবার কেমন লাগে ! এই গানটা সকল AIUBian -দের উত্সর্গ করলাম । ) *** লাল নীল স্বপ্নগুলো সত্যি করার জন্য আমরা সকল Student -রা AMA -র কাছে ধন্য ; একটু আধটু দুষ্টু হলেও আমরা ভাল খুবিই, রাগ, দুঃখ, ভালবাসা আমাদের আছে সবই; তাইতো আমরা A.I.U.B । ।

সবই জানি আমরা, সবই বুঝি জ্ঞানের জন্য করি খোঁজা-খুঁজি ভালবাসি, আবার ঝগড়াও করি পরস্পরের হয়ে লড়াই করি; ক্যান্টিনে আর TT Ground -এ জমিয়ে মারি আড্ডা Teacher বলেন এমনি হলে পেতে হবে গাড্ডা কেউ বোঝেনা আগে থেকে আমাদের মতিগতি যতই বোঝার Try কর আমরা A.I.U.B তাইতো আমরা A.I.U.B । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.