আমাদের কথা খুঁজে নিন

   

হানিফ চাচা,চা খাবো

https://www.facebook.com/tanvir.mh অনেকদিন পর এলাকায় আসলো বিপু। সারাদিন ব্যস্ত থাকায় রাত ১০ টার দিকে দেখা করতে গেলো প্রিয় বন্ধু ছোটনের সাথে। ছোটনঃ-কিরে জামাই,না বলে কই পালাইছিলি? বিপুঃ-আশুলিয়া গেছিলাম গার্মেন্টসের মালিক হইতে। কিন্তু সবাই শ্রমিক বানাইয়া দেয়। তাই চলে আইছি।

ছোটনঃ-তুই নাই আর কতকিছু ঘটে গেলো এলাকায়। বিপুঃ- হ আকলিমার বিয়ে হয়ে গেছে শুনলাম। ছোটোনঃ-বিয়া শাদির খবর ঠিকই রাখছো আর রাতের বেলা হেটে হেটে যে চা বিক্রি করতো হানিফ চাচা,তার মৃত্যুর খবর টাও রাখলিনা। বিপু অনেক অবাক হল হানিফ চাচার মৃত্যুর কথা শুনে। লোকটি সারারত রং চা বিক্রি করতো।

ভাবতেই খারাপ লাগছে আর তার চা খেতে পারবনা। ছোটনের কাছ থেকে বিদায় নিলো রাত বেশি হয়ে যাওয়ার কারণে। হাটতে হাটতে স্কুল মাঠের মাঝখানে আসতেই দূর থেকে কানে ভেসে এলো হানিফ চাচার চিৎকার "চা খাইবেন নাকি কেউ... চা" বিপু চোখ বন্ধ করে ছোটনের বাড়ির দিকে দৌড়। ছোটন বারান্দায় দাড়িয়ে সিগারেট টানছে মুচকি হাসি নিয়ে। -কি মামা ভয় পাইছো? -ঐ হানিফ চাচা মাঠে আর তুই কি কস!!!আমার হার্ট বন্ধ হয়ে ফুসফুস বন্ধ হওয়ার উপক্রম।

-ডাক দে হানিফ চাচারে,চা খাবো। তোর সাথে একটু মজা করলাম। হানিফ চাচা মরে নাই। ১৩.১২.২০১২ বনানী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।