তেপান্তরের মাঠে একা বসে থাকি! বিশাল সাগরের তলদেশে যেমন থাকে ঝিনুক, তার মাঝে অতি যতনে থাকে মুক্তো। লাল, নীল, গোলাপি মুক্তো! তোমরা কেবল সাগরের বুকে ঝড় দেখেছ, তার অন্তরের নীরব কান্না কি দেখেছ? ঐ হৃদয়ে অশ্রু ঝরে। আমি শুনেছিলাম সেই কষ্টমাখা কান্না। পৃথিবীর হাজারো নিয়মনীতির কাছে বড়দের অনুভূতিগুলো চাপা পড়ে যায়, তারা পারে না ছোটদের মতো বেহিসেবি আচরণ করতে, ছেলেমানুষী করতে। তাই তোমরা তাকে হৃদয়হীন ভাবো, পাথর ভাবো।
না, সেই আপাত পাথর হৃদয় আসলে অনেক অনেক কোমল। যাকে তোমরা কেবল ছায়া ভাবছো, সে তোমাদের মতনই রক্ত মাংসে গড়া একজন। তারও আছে সুখের অনুভূতি, বেদনার অনুভূতি। তার ক্লান্ত শ্রান্ত হৃদয়ও একটু আশ্রয় খোঁজে, একটি নারীর আঁচল চায় যেখানে সে প্রশান্তির ছায়া খুঁজে পাবে, দিনশেষে পরিশ্রান্ত হয়ে যার বুকে একটু মাথা রেখে ঘুমোবে।
যে দুটো আত্মা বহুদূরে থেকেও অদৃশ্য বন্ধনে জড়িয়েছে, তাদের একটি কষ্ট পেলে অপরটিও কেঁদে ওঠে, একজন হাসলে অপরজনের মুখে হাসি ফুটে ওঠে।
একান্ত কথা বলার সাথীটিকে তোমরা রক্তাক্ত করো না, তার হৃদয়ে ক্ষরণ হচ্ছে, অপর আত্মাটিও কষ্ট পাচ্ছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।