প্রকৃতির রহস্যময়তা আমাকে বিমোহিত করে। তাই এর সাথে একাত্ম হয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই। জন্মদিনে ছন্দ বিনে মন ভরে না যেন,
ণণদপ ণণদপ ণণদপ দম
তোমার এই জন্মদিনে গান হবে না কেন?
দদ পম দদপম ণণ পম মজ্ঞ
এসো গান গাই গান গাই কণ্ঠে সুর তুলে,
জ্ঞ জ্ঞ প প দপ মজ্ঞ জ্ঞপ ম
এসো গান গাই গান গাই দুঃখ কষ্ট ভুলে।
জ্ঞ জ্ঞ প প দপ মজ্ঞ জ্ঞজ্ঞ পম
স্মৃতির পাতায় অমর হয়ে থাকবে এক্ষণ শুধু যদি,
ণণ র্সর্ঋ র্সণ র্সণ ণণ র্সর্ঋ র্সণ র্সণ
বছর বছর আসবে ফিরে বয়ে যাবে নিরবধি;
ণণ র্সর্ঋ র্সণ র্সণ ণণ র্সর্ঋ র্সণর্সণ
গানে গানে সবার প্রাণের আশীর্বাণী জেনো।
ণণ দপ দদ পম পপমজ্ঞ মজ্ঞ
স্নেহ ভরা মায়ায় ঘেরা চির চেনা এই যে সবই,
ণণ র্সর্ঋ র্সণ র্সণ ণণ র্সর্ঋ র্স ণ র্স ণ
হারিয়ে যায় যদিও হায় এঁকে রেখো স্মৃতিচ্ছবি;
ণণ র্স র্ঋ র্সণ র্স ণ ণণ র্সর্ঋ র্সণর্সণ
চিরদিনই যায়না সমান কাহারো কখনো।
ণণ দপ দদ পম পপম জ্ঞমজ্ঞ
কথা ও সুর : ডাঃ প্রবীর আচার্য নয়ন
গীতিকার বাংলাদেশ টেলিভিশন
(প্রতি বছর ঘুরে ফিরে আসে আমাদের জন্মদিন। কাছের ও দূরের অনেক প্রিয় মানুষ জানায় শুভেচ্ছা। দিনটিকে স্মৃতিময় করে রাখার জন্য গীতিকার রচনা করেছেন জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গাওয়ার মত এ গান। এতে রয়েছে অন্যের প্রতি শুভকামনা, দুঃখ কষ্ট ভুলে একসাথে মিলেমিশে থাকার আমন্ত্রণ এবং ভবিষ্যতে শুভ অশুভ সময়ে এ স্মৃতি রোমন্থনের এক অনন্য বার্তা। এটি সর্বরাগে ও সর্বতালে সুর ও স্বরলিপি করা হয়েছে।
)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।