আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিতের মৃত্যু নিয়ে ব্লগীয় জামাত ও শিবসেনা ছাগুদের বিরক্তিকর ম্যাতকার

জামাত একটি রাজনৈতিক দল। কোন ধর্মীয় সংগঠন নয়। রাজনীতির স্বার্থে সে সবকিছু করতে পারে। সে রাজনীতির স্বার্থে মন্দির ভাঙতে পারে, সে রাজনীতির স্বার্থে পূজায়ও যোগ দিতে পারে। রাজনীতির স্বার্থে জামাতের সবচেয়ে মোক্ষম অস্ত্র এখন বিশ্বজিতের মৃত্যু।

সোনাব্লগে তার মৃতদেহের ছবি দিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। এখানে বিশ্বজিতের লাশ একজন হিন্দুর লাশ হিসেবেই দেখা হচ্ছে, যদিও ছবিতে তাকে শার্ট পরিহিত অবস্থায় দেখা গেছে, টিকি ধুতি নামাবলী পৈতাসহ নয়। তার গায়ে তার ধর্মীয় পরিচয় লেখা ছিল না। অন্যদিকে ব্লগীয় শিবসেনারাও বিষয়টিকে সংখ্যালঘু নির্যাতনের(!) খাতে প্রবাহিত করতে চাইছে। এখানেও লাশটি হয়ে উঠেছে, এক হিন্দুর লাশ।

ফেসবুকের হিন্দু পেজগুলো তো রয়েছেই, সামুতে একটি পোস্টে এক মহিলার বক্তব্য Click This Link //হ্যাঁ । হিন্দুরা বার বার মার খাচ্ছে কিন্তু প্রতিবাদী হতে পারছে না এর একমাত্র কারন হিন্দু এখন আর কট্টরপন্থী নয় । বেশী উদারতা দেখাতে চায় । হিন্দু তরুন ছেলেরা এখন আর মহাভারত, রামায়ন, গীতা, বেদ কিছুই পড়েন না । তারা ধর্মথেকে দুরে ।

হিন্দু ধর্ম এত মার খাওয়া শিখায়নি । তবুও হিন্দুরা শুধু মার খেতে খেতে মার দিতে ভুলে গেছে । জাগো !!!!!!!!!!!!!!!!!! একবার মরো !!!!!!!!!!!!!!!!! বার বার দুর্বলের মত মরার চেয়ে একবার বীরের মত মর!!!!!!!!!!!!!!!!!! ধর্মের জন্য মর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! কথাগুলো উগ্রতা হিসেবে নিবেন না প্রিয় ব্লগারবৃন্দ । শুধু কষ্টের জায়গা থেকে বলছি । শুভ কামনা রইল ।

// হারামজাদাগুলোর কথা শুনে মনে হয় বাংলাদেশ হয় গুজরাটের মত সাম্প্রদায়িক, নয় পাকিস্তানের মত প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে। (কিছুক্ষণ আগে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান উল্লেখ করে দেয়া বিপ্লব কান্তির পোস্টটি মুছে দেয়ার জন্য ধন্যবাদ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।