ব্লগ একটু আগে আমি রহিম আফরোজ কাস্টমার কেয়ারে কল দিছিলাম । কারন বাসার আইপিএস(IPS) এ আজকে একটু সমস্যা দেখা দিছিল । আমি জানতাম না যে এদের কাস্টমার ম্যানেজার গুলা শুধু ফাউলই না চরম ফাউল আমি অনেক সুন্দর করে সমস্যা গুলো বললাম কিন্তু সেটার সমাধান দিবে বা পরামর্শ দিবে তা না যতসব ফাউল প্যাচাল শুরু করল । ভুল করছি রেকড না করে । রেকড করে আপনাদের শুনাইতে পারতাম তাহলে বুঝতেন এরা কত ফাউল ।
শেষমেষ আবারো বলে আপনাকে আর কিভাবে সাহায্য করতে পারি আমি বললাম ৫ মিনিট কথা বললাম কোন সাহায্যই তো করতে পারলেন না । আবার কি ???এইবার দয়া করে কল কাটেন । আরো কথা বলার ইচ্ছা থাকলে কল ব্যাক করেন জমায়া আড্ডা দেই আপনার সাথে(আমি টাকা খরচ করমু কেন) । তারপর উনি বলতেছেন রাত 10 টা বেজে গেছে কাস্টমার কেয়ারে কথা বলার টাইম শেষ তাই কল কেটে দিচ্ছি । আমি বললাম প্লিয কল কেটে আমাকে সাহায্য করেন ।
এরা ফাইজলামির দিক দিয়ে জিপি বাংলালিংক বা টেলিটকের কাস্টমার কেয়ার কেউ হার মানায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।