আমাদের কথা খুঁজে নিন

   

আইসক্রিম লাভার তোতা!

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি রেস্তোরাঁর টেবিলে এক গ্লাস চকলেট আইসক্রিম রাখা আছে। ব্রিটেনের কেইথ ডক্সি তার ভাতিজীর জন্য এটি ক্রয় করেছিলেন। বিশেষ প্রয়োজনে টেবিল ছেড়ে মিনিট খানেকের জন্য অন্যত্র চলে যান তিনি। সুযোগ বুঝে রেস্তোরাঁর পাশে থাকা একদল তোতাপাখি রেস্তোরাঁয় ঢুকে মুহূর্তের মধ্যে আইসক্রিমটি সাবাড় করে ফেলে। দেখে মনে হবে নিজেদের কেনা আইসক্রিম এটি।

দ্রুত কে কার আগে সেখানে ভাগ বসাবে তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে তোতাপাখিগুলো। ১০ মিনিট পর ডক্সি টেবিলে ফিরে এসে দেখেন গ্লাস গ্লাসের জায়গায় কিন্তু আইসক্রিম নেই। ডক্সি বলেন, স্ত্রী ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে ওই রেস্তোরাঁটি ঘুরে দেখছিলাম। কিছুক্ষণ পর ফিরে যখন গ্লাস খালি দেখি তখন অবাক হই। রেস্তোরাঁর কর্মকর্তারা জানান, এ ঘটনা নতুন নয়।

রেস্তোরাঁর আশপাশে প্রায় ৩০টি তোতাপাখি সারাক্ষণ ঘোরাফেরা করে। তারা কোনো কিছুকেই ভয় করে না। ডক্সি বলেন, ঘটনাটি আমাদের বেশ আনন্দ দিয়েছে। তোতাপাখিগুলো দেখতে বেশ সুন্দর। সূত্র ডেইলি মেইল।

তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।